বিশাখাপত্তনম: টেস্টে ওপেনার হিসেবে প্রথমবার ব্যাট করতে নেমেই শতরান করে কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের সঙ্গে একাসনে বসে পড়লেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। দেশের মাটিতে টেস্টে ১৫টি ইনিংসের পর তাঁর ব্যাটিং গড় ৯৮.২২। দেশের মাটিতে ৫০ ইনিংসের পর ব্র্যাডম্যানেরও ব্যাটিং গড় ছিল ৯৮.২২।
আজ টেস্টে চতুর্থ শতরান করেন রোহিত। দেশের মাটিতে টেস্টে টানা ষষ্ঠবার ৫০-এর বেশি রান করলেন তিনি। ঘরের মাঠে টেস্টে ১৫ ইনিংসে তাঁর রান ৮৮৪। ঘরের মাঠে টেস্টে ৫০ ইনিংসে ব্র্যাডম্যানের রান ৪,৩২২।
আজ বৃষ্টির জন্য চা-পানের বিরতির পর আর খেলা সম্ভব হয়নি। ফলে রান বাড়ানোর সুযোগ পাননি রোহিত। এদিনের মতো খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি ওপেন করার সুযোগ নিতে চেয়েছিলাম। টিম ম্যানেজমেন্টকে সেটা জানিয়েছিলাম। আমাকে এই সুযোগ দেওয়ায় টিম ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। আমি রান করতে পেরে খুশি। আমি কী করতে চাই, সেটা আগেই ঠিক করে নিয়েছিলাম। লাল হোক বা সাদা, নতুন বল শুরুতে খেলা কঠিন হয়। আমি দীর্ঘদিন ধরে ভারতে ক্রিকেট খেলছি। সেই কারণে পরিস্থিতির সঙ্গে পরিচিত। আমি জানতাম, প্রথম ১০ ওভার কাটিয়ে দিতে পারলে বোলারদের পক্ষে উইকেট নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক সেটাই হয়েছে। আমার পক্ষে রান করা সহজ হয়ে যায়।’
দেশের মাটিতে টেস্ট ম্যাচে ব্যাটিং গড় ৯৮.২২, ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করলেন রোহিত
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2019 06:50 PM (IST)
আজ টেস্টে চতুর্থ শতরান করেন রোহিত। দেশের মাটিতে টেস্টে টানা ষষ্ঠবার ৫০-এর বেশি রান করলেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -