নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের দরাজ সার্টিফিকেট রোহিত শর্মাকে। গম্ভীর রোহিতকে ‘বিশ্বের সেরা ব্যাটসম্যান’ বলে অভিহিত করেছেন। ভারতের টেস্ট দলে রোহিতকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্তের সঙ্গে পূর্ণ সহমতের কথাও জানিয়েছেন তিনি।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও দুটি টেস্টের একটিতেও খেলার সুযোগ হয়নি ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়কের। কিন্তু দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে লাল বলের কেরিয়ারে নতুন সুযোগ পেয়েছেন তিনি। আর প্রথম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে সেই সুযোগকে দুহাতে কাজে লাগিয়েছেন রোহিত। নতুন ভূমিকায় রোহিতের এই পারফরম্যান্সে মুগ্ধ গম্ভীর। তিনি বলেছেন, টেস্ট ক্রিকেট বলেই রক্ষণাত্মক ব্যাটিং করতে হবে, এই চলতি ধারণা এড়িয়ে রোহিত যে তার স্বাভাবিক খেলাটা খেলেছে, তা দেখে খুশি।
এখনকার ক্রিকেটে রোহিতকে সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করেছেন গম্ভীর। তিনি বলেছেন, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও সেরা ব্যাটসম্যান হিসেবে রোহিতের নাম উল্লেখ করতে আমার কোনও দ্বিধা নেই।
গম্ভীর রোহিতের সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগেরও তুলনা করেছেন। তিনি বলেছেন, সহবাগের মতোই রোহিতও দলের ইনিংসের ভিত গড়ে দিতে পারে এবং রান তাড়া করে টেস্ট ম্যাচ জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পারে। ওকে শুধু সাবধানে সামলে রাখতে হবে।
রোহিত ‘বিশ্বের সেরা ব্যাটসম্যান’, বললেন গৌতম গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2019 04:30 PM (IST)
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের দরাজ সার্টিফিকেট রোহিত শর্মাকে। গম্ভীর রোহিতকে ‘বিশ্বের সেরা ব্যাটসম্যান’ বলে অভিহিত করেছেন। ভারতের টেস্ট দলে রোহিতকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্তের সঙ্গে পূর্ণ সহমতের কথাও জানিয়েছেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -