নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু আগামী বছরের জুলাই থেকে দু’টি বিশেষভাবে তৈরি বি-৭৭৭ বিমান ব্যবহার করবেন। এয়ার ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা এই বিমানগুলি রক্ষণাবেক্ষণ করবেন। তবে এই বিমান চালাবেন বায়ুসেনার পাইলটরা। এয়ার ইন্ডিয়া সূত্রে এমনই জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি এখন বি-৭৪৭ বিমান ব্যবহার করেন। এয়ার ইন্ডিয়ার পাইলটরাই এই বিমান চালান। তবে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, ‘আগামী বছরের জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং সংস্থা থেকে দু’টি নতুন বি-৭৭৭ বিমান ভারতে আসবে। এই বিমানগুলি ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ হিসেবে চিহ্নিত হবে। শুধু বায়ুসেনার পাইলটরাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির জন্য নির্দিষ্ট এই বিমান চালাবেন। বায়ুসেনার ৪ থেকে ৬ জন পাইলটকে ইতিমধ্যেই বি-৭৭৭ বিমান চালানোর প্রশিক্ষণ দিয়েছে এয়ার ইন্ডিয়া।’
প্রধানমন্ত্রীর নতুন সরকারি বিমান বি-৭৭৭ চালাবেন বায়ুসেনার পাইলটরা, খবর সূত্রের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2019 02:00 PM (IST)
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি এখন বি-৭৪৭ বিমান ব্যবহার করেন। এয়ার ইন্ডিয়ার পাইলটরাই এই বিমান চালান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -