বেঙ্গালুরু: আইপিএল চলাকালীন রোহিত শর্মার চোট হয়ে উঠেছিল আলোচনা অন্যতম প্রধান বিষয়বস্তু। অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়ার কিছুদিনের মধ্যে তাঁর মাঠে ফেরা ও তারপর ভারতীয় দলে ফেরা নিয়ে হয় প্রচণ্ড জলঘোলা।


আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের মাঝে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়কের সাফ কথা, ‘আমি অস্ট্রেলিয়া যেতে পারব কি না তা নিয়ে এক্স, ওয়াই বা জেড কে কি বলল, তা নিয়ে কখনই কোনও মাথাব্যথা ছিল না।’

বাম হ্যাটমস্ট্রিংয়ে চোট লাগার পর থেকে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও ক্রমাগত তিনি যোগাযোগ রেখে এগিয়েছেন বলেই জানান রোহিত। তিনি বলেছেন, ‘ক্ষুদ্রতম ফর্ম্যাট বলে খেলতে নামতে কোনও অসুবিধা হবে না বলেই দলকে (মুম্বই ইন্ডিয়ান্স) জানাই। হ্যামস্ট্রিং ঠিকই আছে, শুধু দেখে নিতে চেয়েছিলাম, বড় ফর্মাটে খেলতে নামার আগে বিষয়টায় কোনও অবনতি হয় কি না। আর সেটা এড়াতেই আইপিএলের শেষে আপাতত এনসিএ-তে।’

চোট লাগার পরের কয়েকটা দিনের মধ্যেই বিষয়টা যে খুব একটা গুরুতর নয় সেটা বুঝতে পেরে বোর্ডকে জানিয়ে দেওয়ার কথাও জানান রোহিত। প্রথমে অবস্থা খারাপ বুঝলে হয়তো প্লে-অফের ম্যাচ তিনি খেলতে নাও পারেন বলেও মুম্বই শিবিরকেও জানিয়ে রেখেছিলেন বলেছেন রোহিত।

যদিও তেমনটা হয়নি। ফাইনালে নেমে ৫০ বলে ৬৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চমবার আইপিএল খেতাবজয় পাকা করেছিলেন রোহিত। পাশাপাশি রোহিতের বক্তব্য, একদিনে এতটা শক্তিশালী হয়ে ওঠেনি আইপিএলের মুম্বই ফ্র্যাঞ্চাইজি। ক্রমাগত শান দিয়েই এসেছে তাদের সাফল্য।