কলম্বো: এশিয়া কাপের মঞ্চে ওয়ান ডে ফর্ম্য়াটে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা। (Rohit Sharma ODI Record) ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে ১০ হাজার রান পূরণ করলেন হিটম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্য়াচে খেলতে নেমেই এই নজির গড়েন ভারত অধিনায়ক। ওয়ান ডে কেরিয়ারে নিজের ২৪১ তম ইনিংসে ব্য়াট করতে নেমে ২৩ তম রান করার পথে ওয়ান ডে কেরিয়ারে ১০ হাজার রান পূরণ করেন রোহিত। ভারতীয়দের মধ্যে ষষ্ঠ ব্য়াটার হিসেবে ১০ হাজার রান পূরণ করলেন হিটম্য়ান। বিশ্বের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়লেন রোহিত। তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে এখনও পর্যন্ত ৩০টি শতরান হাঁকিয়েছেন রোহিত।

  এখনও পর্যন্ত ২৪১ ইনিংস খেলে ১০ হাজার রান পূরণ করলেন রোহিত। বিরাট ২০৫ ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছেছিলেন। সচিন তেন্ডুলকর ২৫৯ ইনিংস নিয়েছিলেন। 


এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super 4) লড়াই জমে উঠেছে। গতকাল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট টেবিলে (Asia Cup 2023 Points Table) শীর্ষে উঠে এসেছে ভারতীয় দল। ২২৮ রানের বিশাল ব্যবধানে বাবর আজমের দলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। এই ম্যাচের আগে পাকিস্তানই ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে। কিন্তু তাঁদেরই টেক্কা দিয়ে এবার শীর্ষে উঠে এসেছেন রাহুলরা। পাকিস্তান সুপার ফোরে এখনও পর্যন্ত দুটো ম্য়াচ খেলেছে। একটি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে তিন নম্বরে নেমে গিয়েছে বাবর আজমের দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভারত এখনও পর্যন্ত সুপার ফোরে একটি করে ম্য়াচই খেলেছে। ভারত একে ও পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কা দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ সুপার ফোরে দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচেই হেরেছে। ফলে তাঁদের ফাইনালে ওঠার আশা একেবারেই নেই বলাই যায়। মূলত ফাইনালে ওঠার লড়াইয়ে এখন ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই তিন দেশ। 


বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।


তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল।