কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে ভারতীয় দলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই এই খেলাটি হবে। আর এখানকার আবহাওযা সম্পর্কে সবাই এখন ওয়াকিবহাল। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টি থাবা বসাতে পারে। তবে একটু আশার খবরও রয়েছে। হয়ত আজকের ম্য়াচটি পুরোটা আয়োজন করতে কোনও সমস্যা হবে না। কারণ বৃষ্টি নামার পূর্বাভাস থাকলেও তার স্থায়ীত্ব খুব বেশিক্ষণ থাকবে না। তবে একটা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে হয়ত ম্য়াচ নির্ধারিত সময় বিকেল ৩টে থেকে শুরু হবে না। সময় কিছুটা পিছতে পারে। (IND vs SL Weather Update)
বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরে গতকাল রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। কিন্তু এর ফলে টানা তিনদিন মাঠে নামতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে ছেলেরা ফর্মে থাকলেও আজকের ম্য়াচে ক্লান্তি একটা ইস্যু হতে পারে।