রাঁচি: প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে তিনি অপরাজিত ২৪ রানে। এখনই নিজের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। কিন্তু এরমধ্যেই নতুন মাইলফলক স্পর্শ করে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের টেস্ট কেরিয়ারে ৪ হাজার রান পূরণ করে ফেললেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে রাঁচি টেস্টে জিততে দ্বিতীয় ইনিংসে ১৯২ রান তাড়া করতে নেমেছে ভারত। তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৪০ রান তুলে নিয়েছে ভারত। এই রান করার পথেই রোহিত ৪টি বাউন্ডারি হাঁকান। 


প্রথম ইনিংসে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন রোহিত। তবে চলতি সিরিজে চার ম্য়াচে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ২৬৬ রান। তার মধ্যে রাজকোটে ১৩১ রানের ইনিংসও রয়েছে। এখনও পর্যন্ত ৫৮টি টেস্ট খেলে মোট ৪০০৩ রান করেছেন রোহিত। গড় ৪৪.৯৭। এখনো পর্যন্ত টেস্টে ১১টি শতরান হাঁকিয়েছেন রোহিত। সর্বোচ্চ ২১২। ১০০ ইনিংস খেলে মোট ১৬টি অর্ধশতরানও রয়েছে। 


রাঁচি টেস্টে প্রথম ইনিংসে ৩৫৩ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৩০৭ রানে। ধ্রুব জুড়েল ৯০ রানের ইনিংস খেলেন। ৭৩ রান করেন যশস্বী জয়সওয়াল। এরপর দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামলেও ১৪৫ এর বেশি বোর্ডে তুলতে পারেনি ইংল্যান্ডের ক্রিকেটাররা। ১৯২ রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে দাঁড়ায়। রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৪০ রান বোর্ডে তুলে নিয়েছে ভারত। রোহিতের সঙ্গে ক্রিজে আছেন জয়সওয়াল। 


সিরিজে এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। সেই ম্য়াচে দ্বিতীয় ইনিংস ভারতীয় ব্য়াটিংকে একাই ভেঙেছিলেন টম হার্টলি। দ্বিতীয় টেস্টে ও তৃতীয় টেস্ট টানা জয় ছিনিয়ে নেয় ভারত। উল্লেখ্য, চলতি টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি। তবে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। বিশেষ করে সরফরাজ খান, আকাশ দীপের মত প্লেয়াররা দারুণ কাজে লাগিয়েছেন সুযোগকে। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ধ্রুব জুড়েলও অল্পের জন্য শতরান মিস করেন। ৯০ রান করে আউট হন তিনি। রাজকোটে দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ৪৬ রান করেছিলেন উত্তরপ্রদেশের এই ব্যাটার।