নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ষষ্ঠ ওভারে ছয় মেরে ওপেনার হিসেবে ১০ হাজার রানে পৌঁছে যান রোহিত।
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়কের ২০০৭-এ মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। কিন্তু ২০১৩-তে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে ওপেনার হিসেবে খেলার সুযোগ দেওয়া হয়। ওই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে প্রথম একাদশে জায়গা নিশ্চিত করেন তিনি।
ওপেনার হিসেবে এখনও পর্যন্ত ৭৭ আন্তর্জাতিক টি ২০-তে তাঁর সংগ্রহ ২৩২৬ রান। ১৪০ আন্তর্জাতিক ম্যাচে ওপেনার হিসেবে ৫৮.১১ গড়ে তাঁর সংগ্রহ ৭১৪৮ রান। ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংসের (২৬৪) মালিক তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনার হিসেবে এই ইনিংস খেলেছিলেন।
গত বছর মুম্বইয়ের ব্যাটসম্যানকে টেস্টে ওপেনার হিসেবে খেলানো হয়। ওপেনার হিসেবে প্রথম টেস্টে দুটি ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি।
হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। মাত্র ২৩ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি।
টি ২০-তে রোহিতের দ্রুততম হাফসেঞ্চুরির তালিকা:
২০১৬-তে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ বলে হাফসেঞ্চুরি
২০১৯-এ রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি
২০১৯-এ মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩ বলে সেঞ্চুরি
২০২০*-এ হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি