নয়াদিল্লি:  বিজেপিতে যোগ দিলেন মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। বুধবার দুপুরবেলা সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপি শিবিরে যোগ দিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই মহিলা শাটলার। দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে দেখা যাবে ২৯-বছর বয়সী হাযদরাবাদী শাটলারকে।
রাজনৈতিক মহলের খবর, দিল্লি নির্বাচনের ঠিক আগে সাইনাকে দলে অন্তর্ভুক্ত করিয়ে বড় চমক দিল পদ্ম-শিবির। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছেন সাইনা।  একটা সময়ে তিনি বিশ্বে শীর্ষস্থানীয় ছিলেন। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে ওই কৃতিত্ব অর্জন করেন তিনি। ভারতে ব্যাডমিন্টনকে জনপ্রিয় করার নেপথ্যে সাইনার ভূমিকা অপরিসীম বলেই মনে করে তথ্যাভিজ্ঞ মহল।
২০১৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে সাইনাকে। তার আগে, তিনি দেশে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ রাজীব খেলরত্ন এবং অর্জুন পুরস্কারও পান।