নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার হিটম্যান রোহিত শর্মা তো মাঠে বোলারদের ত্রাস। নিজের দিনে যে কোনও বোলিং অ্যাটাককে খানখান করে দিতে পারেন তিনি। এর প্রমাণ অনেকবারই মিলেছে। একদিনের ক্রিকেটে দুদুটি দ্বিশতরানের মালিক তিনি।


তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু বাস্তবে অঙ্কে কিছুটা ‘কাঁচা’ই মনে হল রোহিত শর্মাকে।

গত ১৯ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা আট মিলিয়ন অর্থাত্ ৮০ লক্ষ হয়েছে। তা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে রোহিত একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত একটি সাদা বোর্ডে ৮ লেখার পর ছয়বার শূন্য বসালেন। এভাবে ৮০,০০,০০০ অর্থাত ৮০ লক্ষ লিখলেন। এরপর ইংরেজি হরফে M লেখেন।

আসলে রোহিত ৮ মিলিয়ন লিখতে চেয়েছিলেন। কিন্ত শেষপর্যন্ত লিখলেন ৮০,০০,০০০ মিলিয়ন।





রোহিতের এই ভুল নিয়ে ট্যুইটার ইউজাররা মজামস্করা শুরু করেন। একজন লেখেন, 'হিটম্যানকে অঙ্কের জন্য একটু পরিশ্রম করতে হবে'।

 




আর একজন লিখেছেন, 'প্রথমে 80,00,00 M ফলোয়ারের জন্য অভিনন্দন। কিন্তু এত ফলোয়ার পাও কোথা থেকে ভাই'।





রোহিত ভারতের হয়ে ২১ টেস্ট, ১৬৮ একদিনের ম্যাচ ও ৬৩ টি ২০ ম্যাচ খেলেছেন। টেস্টে দুটি সেঞ্চুরি, সাতটি হাফসেঞ্চুরি সহ মোট রান ১১৮৪। একদিনের ক্রিকেটে তাঁর রান ৬০৩৩। সেঞ্চুরি ১৪, হাফসেঞ্চুরি ৩৪। টি ২০ তে তাঁর মোট রান ১৩৭৩।