গুয়াহাটি: বর্তমানে আইসিসির বিচারে ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কেন তিনি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় বাকি সব ভারতীয়দের থেকে এগিয়ে আছেন, তা আবারও একবার প্রমাণ করে দিলেন সূর্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি (IND vs SA 2nd T20I) ম্য়াচে ২২ বলে ৬১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। তবে তারপরেই নাকি তাঁকে দল থেকে বাদ দিতে চান রোহিত শর্মা (Rohit Sharma)?


বাদ পড়বেন সূর্য!


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে সূর্যর তেজ থেকে কাগিসো রাবাডার মতো বোলারও রেহাই পাননি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন সূর্যকুমার। সেই ফর্ম ধরে রাখতেই তাঁকে আর না খেলিয়ে তাঁর ফর্মকে যত্ন করে তুলে রাখার ইচ্ছাপ্রকাশ করেন রোহিত। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, 'আমি ভাবছি ২৩ তারিখ পর্যন্ত আর সূর্যকে খেলাবো না। ওর ফর্মকে যত্ন করে তুলে রাখব।' এই কথা বলেই অবশ্য হেঁসে ফেলেন রোহিত। ২৩ তারিখ থেকেই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু।


প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে রোহিতের ভারতের। সেই কারণেই রোহিত এখানে ২৩ তারিখের উল্লেখ করেন। এদিন ম্যাচ জিতে প্রথমবার নিজেদের দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। দল ম্যাচ ও সিরিজ জিতলেও, দলের বোলিং যে চিন্তার কারণ, তা মেনে নিচ্ছেন রোহিত। 'আমাদের ডেথ বোলিংটা সত্যি বলতে চিন্তা বাড়াচ্ছে। আমরা ভাল বোলিং করিনি। তবে এই পর্যায়েই তো আমাদের ব্যাট হোক বা বল, সবসময়ই চ্য়ালেঞ্জের মুখে পড়তে হয়। দলের থেকে প্রচুর আশা রয়েছে। দ্রুতই আমাদের এই সমস্যা দূর করতে হবে।' মত অধিনায়ক রোহিতের।


ম্যাচের বিবরণ


এদিনে ম্যাচে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। দুই ভারতীয় ওপেনার রোহিত ও কেএল রাহুল ৯৬ রানের বড় পার্টনারশিপে ভারতের হয়ে মজবুত ভিত গড়ে দেন। সেই ভিতেই ইমারত গড়েন সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। রোহিত এদিন ৪৩ ও রাহুল ৫৭ রানের ইনিংস খেলেন। কিন্তু এদিন সূর্যকুমার বিধ্বংসী মেজাজে ছিলেন। মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। কোহলি ও সূর্য তৃতীয় উইকেটে শতাধিক রানের পার্টনারশিপও গড়েন। তবে দুর্ভাগ্যবশত ভুল বোঝাবুঝির জেরে মাত্র ২২ বলে ৬১ রান করেই রান আউট হতে হয় সূর্যকুমারকে। কোহলি অবশ্য ৪৯ রানেই অপরাজিত থেকে যান। দীনেশ কার্তিক ১৭ রান করেন। ভারত তিন উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ২৩৭ রান তোলে।


ব্যাটারদের দাপটে ভারত ২৩৭ রান তোলার, দক্ষিণ আফ্রিকা সবসময়ই চাপে ছিল। তবে কুইন্টন ডি কক এবং ডেভিড মিলার  অনবদ্য দুই ইনিংস খেলে রামধনুর দেশকে ম্যাচ জেতানোর আপ্রাণ চেষ্টা করেন বটে। ডি কক ৬৯ রান করেন। ১০৬ করেন মিলার। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ২২১ রানই তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। ১৬ রানে ম্যাচ জেতে ভারতীয় দল। ভারতের হয়ে এদিন নতুন বলে আবারও প্রভাবিত করেন অর্শদীপ সিংহ। নিজের ইনিংসের প্রথম ওভারেই রাইলি রুসো ও তেম্বা বাভুমাকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি। তবে শেষের দিকে চাপের মুখে একাধিক নো বল করে ফেলেন তরুণ বোলার। নিজের চার ওভারে ৬২ রান খরচ করেন তিনি। ঘরের মাঠে এই প্রথমবার প্রোটিয়াদের টি-টোয়েন্টি সিরিজে হারাল ভারত।


আরও পড়ুন: ভারতীয় হিসাবে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি