নয়াদিল্লি: কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জোরাল দাবি তুলেছিলেন। এবার প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ইঙ্গিত দিলেন, টেস্টে কে এল রাহুলের বদলে ওপেনার হিসেবে সুযোগ দেওয়া হতে পারে রোহিত শর্মাকে। এক সাক্ষাৎকারে প্রসাদ বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হওয়ার পর নির্বাচক কমিটির বৈঠক হয়নি। এরপর যখন আমাদের বৈঠক হবে, তখন অবশ্যই রোহিতকে ওপেনার হিসেবে সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করব।’


প্রসাদ আরও বলেছেন, ‘কে এল অবশ্যই দারুণ প্রতিভাবান ক্রিকেটার। টেস্টে ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ওর ফর্ম নিয়ে চিন্তিত। টাচ ও ফর্ম ফিরে পাওয়ার জন্য ওর ক্রিজে সময় কাটানো দরকার।’

রাহুল বেশ কিছুদিন ধরেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি চারটি ইনিংসে যথাক্রমে ৪৪, ৩৮, ১৩ ও ৬ রান করেন। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ করার পর ১২টি ইনিংসে একবারও ৫০-এর বেশি রান করতে পারেননি এই ডানহাতি ওপেনার। অন্যদিকে, সীমিত ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রোহিত। সেই কারণেই রাহুলের বদলে রোহিতকে টেস্টে ওপেনার হিসেবে সুযোগ দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেন সৌরভ। সেই পথেই হাঁটতে পারেন নির্বাচকরা।