কলম্বো: চলতি মাসের শেষদিকে সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তানে যাবেন না বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিলেন লসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ সহ ১০ জন ক্রিকেটার। তাঁরা পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সেই কারণেই এই সফর থেকে সরে দাঁড়াচ্ছেন তাঁরা।


২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ। প্রথমে করাচিতে তিনটি একদিনের ম্যাচ খেলবে দু’দল। এরপর লাহৌরে তিনটি টি-২০ ম্যাচ হবে। এরপর ডিসেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে টেস্ট সিরিজ খেলবে দু’দল। তবে মালিঙ্গা, ম্যাথুজ, দীনেশ চাণ্ডিমল, সুরঙ্গা লাকমল, দিমুথ করুণারত্নে, আকিলা ধনঞ্জয়, ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, থিসারা পেরেরা ও নিরোশন ডিকওয়েলা সরে দাঁড়িয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রাথমিক দলে যে ক্রিকেটারদের রাখা হয়েছে, তাঁদের সঙ্গে বৈঠক করা হয়। এই বৈঠকে পাকিস্তান সফরে নিরাপত্তাব্যবস্থার বিষয়ে ক্রিকেটারদের অবহিত করা হয়। সফরের বিষয়ে ক্রিকেটারদের সিদ্ধান্তও জানতে চাওয়া হয়। শ্রীলঙ্কার বায়ুসেনার প্রাক্তন কম্যান্ডার ও ক্রিকেট বোর্ডের মুখ্য নিরাপত্তা আধিকারিক মার্শাল এয়ার রোশন গুণতিলকে ক্রিকেটারদের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনার কথা জানান। এরপর প্রধান নির্বাচক আশান্তা ডি মেল ক্রিকেটারদের জানান, পাকিস্তান সফরে যাওয়া বা না যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া হচ্ছে।’