ধর্মশালা: আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে আরও একটি রেকর্ড ভাঙার মুখে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের। তিনি ৪২৪ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত রোহিতের রান ৩৪০। এই সিরিজে ৮৫ রান করতে পারলেই গাপটিলের রেকর্ড ভেঙে দেবেন রোহিত।
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও সাফল্যের জন্য এই তারকা ওপেনারের উপর অনেকটা নির্ভরশীল ভারতীয় দল। সীমিত ওভারের ক্রিকেটে ইতিমধ্যেই বহু রেকর্ড নিজের দখলে নিয়েছেন রোহিত। তিনি আরও অনেক নজির গড়বেন বলেই আশা ক্রিকেটমহলের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে আরও একটি রেকর্ড ভাঙার মুখে রোহিত শর্মা
Web Desk, ABP Ananda
Updated at:
14 Sep 2019 06:17 PM (IST)
টি-২০ ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -