মুম্বই: তিনি ওয়ান ডে সিরিজে খেলছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একেবারে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যানের পরিবর্তে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শিখর ধবন (Shikhar Dhawan)। বিশেষ করে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের নায়ক অক্ষর পটেলকে গুজরাতি ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকে 'বাপু' নামে সম্বোধন করেছেন রোহিত।


কী লিখেছেন রোহিত?


নিজের ট্যুইটারে ভারত অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, ''ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত পারফরম্যান্স। বাপু, তুমি তো দারুণ পারফর্ম করেছ।'' উল্লেখ্য়, অক্ষর পটেল গুজরাতের বাসিন্দা। তাই তাঁকে বাপু হিসেবে সম্বোধন করা হয়। শেষ ম্যাচে ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।


রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে স্পিন অলরাউন্ডার হিসাবে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন অক্ষর। প্রথমে বল হাতে ৪০ রানের বিনিময়ে এক উইকেট নেওয়ার পর, ব্যাট হাতেও এদিন জ্বলে উঠলেন অক্ষর। তিনি যখন ব্যাট হাতে ক্রিজে নামেন, তখনও ৬৮ বলে ভারতকে জয়ের জন্য ১০৭ রান করতে হত। অক্ষর কিন্তু মাথা ঠান্ডা রেখে নিপুনভাবে নিজের কাজটা করে গেলেন। ৩৫ বলে তিন চার ও পাঁচ ছক্কার সুবাদে ৬৪ রানে অপরাজিত থাকেন অক্ষর। তাকে ম্যাচ সেরাও ঘোষণা করা হয়। চাপের মুখে নিজের অসাধারণ ইনিংসের বিষয় কথা বলতে গিয়ে আইপিএলকেই ধন্যবাদ দিচ্ছেন অক্ষর।


উল্লেখ্য, অক্ষরের সুবাদে মাত্র চতুর্থ বার ওয়ান ডের শেষ ১০ ওভারে শতাধিক রান তাড়া করে জয় পেল কোনও দল। এর আগে ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ১০ ওভারে ৯১ রান তাড়া করে জিতেছিল ভারত। সেটিই ছিল জেতা ম্যাচে 'ডেথ ওভারেট টিম ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোর। একইসঙ্গে সাত নম্বরে নেমে ওয়ান ডে ক্রিকেটে সফল রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির গড়লেন অক্ষর।


আরও পড়ুন: দীপার গুরু বিশ্বেশ্বর নন্দীই কমনওয়েলথে মহিলা জিমন্যাস্ট জাতীয় দলের কোচ