লন্ডন: ওয়ান ডে ক্রিকেট নতুন রেকর্ডের মালিক হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে (One Day International Cricket) মোট ২৫০টি ছক্কার মালিক হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এদিনের ম্যাচে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। ৫৮ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান রোহিত। এই পাঁচটি সেঞ্চুরির ফলে ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে আড়াইশো ছক্কার মালিক হলেন রোহিত। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তিনি মোট ৩৫০টি ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেল। তিনি মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সনৎ জয়সূর্য ২৭০টি ছক্কা হাঁকিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। 


এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে রোহিত-শিখর ওয়ান ডেতে ওপেনিং জুটিতে পাঁচ হাজার রান যোগ করার মাইলফলক স্পর্শ করলেন। ভারত-ইংল্যান্ডের প্রথম ওয়ান (India vs England 1st ODI) ডেতে মাত্র ছয় রান করলেই এই মাইলফলক স্পর্শ করে ফেলতেন রোহিত-শিখর। নজির তো স্পর্শ করলেনই। বরং অপরাজিত শতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে দাপটের সঙ্গে প্রথম ওয়ান ডে জিততেও সাহায্য করলেন ভারতীয় ওপেনাররা। উল্লেখ্য, ওয়ান ডেতে সৌরভ-সচিনই ওয়ান ডেতে সর্বাধিক ৬৬০৯ রান যোগ করেছেন। তাদের সেই নজির এখনও অক্ষত।


উল্লেখ্য, ইংল্যান্ডকে মাত্র ১১০ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাট হাতে নেমে সেই রান মাত্র ১৮.৪ ওভারেই তুলে দেন রোহিত-শিখর। রোহিত ৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। শিখর করেন ৫৪ বলে অপরাজিত ৩১ রান। মাত্র ১১২ ম্যাচ খেলেই রোহিত-শিখর জুটি ওপেনিংয়ে ৫১০৮ রান যোগ করে ফেলেছেন। ১৬টি অর্ধশতরানের পাশাপাশি ১৮টি শতরানের পার্টনারশিপ দেওয়ার কৃতিত্ব রয়েছে তাদের দখলে।


আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে বিরাটরা, ক্ষোভে ফুঁসছেন গাওস্কর