মুম্বই: রবিবার ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারে সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ করায় মুম্বই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক রোহিত শর্মাকে ম্যাচ রেফারি ভর্ৎসনা করলেন।
ম্যাচের দশম ওভারে কলকাতার ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনের বলে লেগ বিফোরের আবেদনে সাড়া দিয়ে রোহিতকে আউট দেন আম্পায়ার। এতে ক্ষিপ্ত হয়ে মাঠের মধ্যেই ক্ষোভপ্রকাশ করে ফেলেন ২৯ বছরের ব্যাটসম্যান।
টিভি রিপ্লেতে পরিষ্কার বোঝা যাচ্ছিল, বল রোহিতের ব্যাটে লেগে পায়ে লেগেছে। সেই সময় ম্যাচের পরিস্থিতির সাপেক্ষে রোহিতের অসন্তোষ সঙ্গত হলেও, তার বহিঃপ্রকাশ হওয়া উচিত হয়নি বলে মনে করছে আইপিএল কমিটি।
রোহিতকে সতর্ক করেছেন বলে আইপিএল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করার জন্য রোহিত শর্মাকে ভর্ৎসিত করেছেন ম্যাচ রেফারি।
তাঁর বিরুদ্ধে আনা আইপিএল ক্রিকেটার ও টিম অফিসিয়ালদের কোড অফ কন্ডাক্টের ২.১.৫ ধারায় লেভেল ১ অপরাধের বিষয়টি স্বীকার করে নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।