নয়াদিল্লি: প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েই দ্বাদশ ব্যক্তি হিসেবে খেলা চলাকালীন মাঠে জল নিয়ে ঢুকতে গিয়ে তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছন থেকে সজোরে ধাক্কা মেরেছিলেন দীনেশ কার্তিক। সৌরভ সেই ধাক্কার চোটে ছিটকে যান। এরপর তিনি ঘুরে দাঁড়িয়ে বলেন, ‘এটা কোথা থেকে এল?’ একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা সে কথা মনে করিয়ে দেন কার্তিককে। এরপর তিনি গোটা ঘটনা জানান। যুবরাজ  সিংহ ট্যুইটারে এই ভিডিও পোস্ট করেছেন।

কার্তিক জানিয়েছেন, ‘২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে পরিবর্ত হিসেবে অন্য ক্রিকেটারদের জন্য জল নিয়ে মাঠে যাচ্ছিলাম। বিপক্ষের একটি উইকেট পড়ার পর আমি ছুটে মাঠে ঢুকতে যাই। সেই সময় ঘাসে পা হড়কে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছন থেকে সজোরে ধাক্কা মারি। ধাক্কার চোটে তিনি কয়েক ধাপ ছিটকে যান। এরপর তিনি ঘুরে দাঁড়িয়ে বলেন, ‘এটা কোথা থেকে এল?’

পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ভারতীয় দল তিন উইকেটে হেরে যায়। সৌরভ ও যুবরাজ কোনও রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে মহম্মদ ইউসুফ ৮১ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে ইরফান পঠান ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন।