নয়াদিল্লি: এক যাত্রীর ব্যাগ থেকে দুটো আম নাকি তুলে নিয়েছিলেন। স্রেফ এই কারণে এক ভারতীয় বিমানবন্দর কর্মীকে দেশে ফেরত পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি। স্থানীয় এক আদালত এই নির্দেশ দিয়েছে।


২০১৭-র ১১ অগাস্ট ঘটে ওই ঘটনা। ৬ দিরহাম মূল্যের দুটো আম চুরির অপরাধে ২৭ বছরের ওই ভারতীয়কে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ৫,০০০ দিরহাম জরিমানা করেছে আদালত।

ওই বিমানবন্দর কর্মী স্বীকার করেছেন তাঁর কাজের কথা। বলেছেন, ওদিন দুবাই বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে কাজ করছিলেন তিনি। কনভেয়ার বেল্টে যাত্রীদের মালপত্র তুলছিলেন। তাঁর তেষ্টা পেয়েছিল, হাতের কাছে জল ছিল না। তাই ভারতে যাওয়া ফল বোঝাই ঝুড়ি থেকে দুটো আম তুলে নেন। ২০১৮-র এপ্রিলে এ নিয়ে তাঁকে সমন পাঠায় পুলিশ। জেরা করে, গ্রেফতারও করে। তাঁর বাড়ি তল্লাশি হয়। কিন্তু সেখানে আরও কিছু চুরির জিনিসপত্র পাওয়া যায়নি।

এক সিকিউরিটি অফিসার বলেছেন, সিসি ক্যামেরায় ওই ব্যক্তিকে যাত্রীদের মালপত্র থেকে দুটো আম তুলে নিতে দেখেন তিনি। ওই ব্যক্তি চাইলে ১৫ দিনের মধ্যে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।