ইনস্টাগ্রামে সচিনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে রোহিত লিখেছেন, ‘এই মহান ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা। দিনটা খুব ভালো কাটবে বলে আশা করছি’।
সচিনের সঙ্গে তাঁর সেরা পাঁচ মুহূর্তের কথা জানিয়ে রোহিত লিখেছেন: ‘সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ফাইনালে (২০০৮-র সিবি সিরিজ) ম্যাচ উইনিং পার্টনারশিপ।‘
‘ইডেন গার্ডেনে টেস্ট ক্যাপ পাওয়া।‘
‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়।‘
‘তাঁর টেস্ট কেরিয়ারের শেষ লগ্নে মাঠে থাকা (১৯৯ ও ২০০ তম টেস্ট)।‘
‘আর তাঁর একশতম সেঞ্চুরির দিন মাঠে থাকা।'
মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দিনে দিনে ক্রিকেটের মহীরুহ হয়ে ওঠেন তিনি। তরুণ অবস্থাতেই একাধিক সাফল্য পান তিনি। একের পর এক রেকর্ড ভেঙেছে তাঁর ব্যাট। কেরিয়ারের শুরুতেই ‘বিশ্বের সেরা ব্যাটসম্যানের’ অভিধা পেয়ে যান সচিন।
ভারতের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন তিনি। শেষপর্যন্ত ২০১১-তে প্রথমবার কাপ জয়ের স্বাদ উপভোগ করেন।