নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে বিগত কয়েকমাস ধরেই বন্ধ রয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। ব্যতিক্রম নয় ক্রিকেটও। এমন একটি সময়ে অনেক ক্রিকেট তারকাই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পারস্পরিক আলাপচারিতায় উঠে আসছে মাঠের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ। এবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা এমনই এক আলাপচারিতায় জানালেন মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসের পর তাঁর স্ত্রী রিতিকার চোখে জল চলে আসার কারণ। বিসিসিআই ডট টিভি-তে ওপেন নেটস উইথ মায়াঙ্ক শো-তে রোহিতকে দেখা গেল দলের সহ খেলোয়াড় শিখর ধবন ও মায়াঙ্ক অগ্রবালদের সঙ্গে খোলামেলা কথাবার্তায় মেতে উঠতে। সাক্ষাত্কারে রোহিত ও শিখর ভারতীয় ক্রিকেটে তাঁদের সেরা মুহূর্তগুলির কথা জানালেন। সেইসঙ্গে উঠে এল মাঠ ও মাঠের বাইরে ভারতীয় দলের দুই ওপেনারের বন্ধুত্বের টুকরো টুকরো ছবিও।
একদিনের ক্রিকেটে তাঁর তৃতীয় দ্বিশতরানের স্মৃতিচারণা করে রোহিত জানালেন, মোহালির গ্যালারিতে বসে তাঁর স্ত্রীর চোখে জল চলে আসার কারণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচের ইনিংসের মাধ্যমে একমাত্র ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে তিনটি দ্বিশতরানের ইনিংসের রেকর্ড গড়েছিলেন রোহিত।
তিনি এই মাইলস্টোনে পৌঁছনোর পর কেন কেঁদে ফেলেছিলেন, তা স্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন রোহিত। উত্তরে রিতিকা বলেছিলেন, রোহিত যখন ১৯৫ রানে ব্যাট করছিলেন, তখন দ্রুত একটি রান সম্পূর্ণ করতে ঝাঁপিয়ে পড়়তে হয়েছিল। রিতিকা তখন ভেবেছিলেন, রোহিতের হাতটাই হয়ত মুচড়ে গিয়েছে।
রোহিত বলেছেন, এ কথা ভেবে খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন রিতিকা। আর এরপর যখন দ্বিশতরান সম্পূর্ণ করেন, তখন আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন তাঁর স্ত্রী।
রোহিত আরও বলেছেন, এই বিশেষ ইনিংসটা তিনি খেলেছিলেন তাঁদের বিবাহবার্ষিকীর দিন।
মোহালিতে একদিনের ক্রিকেটে তৃতীয় দ্বিশতরানের ইনিংসের পর কেন কেঁদে ফেলেছিলেন স্ত্রী রিতিকা, জানালেন রোহিত শর্মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2020 09:30 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় তাঁদের পারস্পরিক আলাপচারিতায় উঠে আসছে মাঠের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ। এবার ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা এমনই এক আলাপচারিতায় জানালেন মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসের পর তাঁর স্ত্রী রিতিকার চোখে জল চলে আসার কারণ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -