নয়াদিল্লি: চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিন ও টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। এই ঘটনা আগামী বুধবার একদিনের সিরিজ শুরুর আগে এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় শিবিরের পক্ষে একটা বড়সড় ধাক্কা।
বিসিসিআই সূত্রে জানা গেছে, রোহিতের চোটের অবস্থা এখন ভালো নয়। ভিডিও চোটের দিকে নজর রাখছেন। চোট কতটা গুরুতর তা জানা যাবে। তবে তিনি চলতি সিরিজে আর খেলবেন না।
একদিনের সিরিজের পর ভারত দুই টেস্টের সিরিজ খেলবে।
জানা গেছে, একদিনের দলে রোহিতের জায়গায় দলে আসবেন মায়াঙ্ক অগ্রবাল। কেএল রাহুল ও পৃথ্বী শ-র সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে দলে আসছেন মায়াঙ্ক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে হাঁটুর চোটের কারণে শিখর ধবন ছিটকে যাওয়ার পর রিজার্ভ ওপেনার ছিলেন মায়াঙ্ক। সেক্ষেত্রে সাদা বলের ফরম্যাটে তাঁকে দলে নেওয়াটা স্বাভাবিক।
রোহিতের অনুপস্থিতিতে ভারতের টেস্ট স্কোয়াডে তৃতীয় ওপেনার হিসেবে থাকবেন শুভমন গিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত ও মায়াঙ্কের ব্যাক-আপ ওপেনার ছিলেন গিল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে অমীসাংসিত টেস্টে ৮৩ ও অপরাজিত ২০৪ রানের ইনিংস খেলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার দাবি জোরাল করেন শুভমন।
টেস্ট স্কোয়াড এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, দল ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, ঘোষণাই বাকি রয়েছে।
এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন পুরানো নির্বাচক কমিটি পরিবর্ত খেলোয়াড়দের বেছে নিয়েছে। খুব তাড়াতাড়িই ঘোষণা হয়ে যাবে। এমনটাই খবর সূত্রের।