মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এভাবে দেশের সেরা পেসারের ছিটকে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না। চোট আঘাত সমস্য়া বারবার কাল হচ্ছে। আইপিএলের টানা খেলে যাওয়াকেও দায়ী করছেন অনেকে। এই পরিস্থিতি বিশ্বকাপে নামার আগে সাংবাদিক সম্মেলনে বুমরাকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। তিনি বলেন যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে রিস্ক নিয়ে বুমরার খেলার থেকে তাঁর কেরিয়ার বাঁচানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।


কী বলছেন রোহিত শর্মা?


সাংবাদিক বৈঠকে বুমরাকে নিয়ে ওঠা প্রশ্নে রোহিত বলেন, ''আমরা অনেক বিশেষজ্ঞর সঙ্গে ওর চোটটা নিয়ে কথা বলেছিলাম। কিন্তু কারও থেকেই কোনও সদুত্তর পাইনি। আমরা জানি যে এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু এটাও ঠিক যে বুমরার কেরিয়ারটাও গুরুত্বপূর্ণ। তাই রিস্ক নিতে পারি না আমরা। ওর বয়স এখন মাত্র ২৭-২৮। সামনে অনেক লম্বা ক্রিকেট কেরিয়ার রয়েছে ওর।'' হিটম্যান আরও বলেন, ''আমি নিশ্চিত যে আগামী বুমরা দেশের হয়ে আরও অনেক ম্যাচ খেলবে ও দেশকে জেতাবে। কিন্তু এই মুহূর্তে রিস্ক নেওয়ার কোনও মানে হয় না। নিঃসন্দেহে দল বুমরার অভাব মিস করবে বিশ্বকাপে। 


কোহলিকে গ্রেফতারের দাবি?


ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে কে বেশি বড় ক্রিকেটার, সেই নিয়ে প্রায়শই দুই তারকার ভক্তকুলের মধ্যে বিবাদ লেগেই থাকে। সেই বিবাদই এবার চরম সীমায় পৌঁছল। মদ্যপ অবস্থায় দুই বন্ধুর মধ্যে বিরাট, রোহিত নিয়ে তর্কাতর্কির জন্য প্রাণ হারালেন একজন। এর জেরেই শনিবার সকাল থেকে ট্যুইটারে 'অ্যারেস্ট কোহলি' (ArrestKohli) ট্রেন্ডিং।


মদ খেয়ে ঝামেলার জেরে রোহিতের ভক্তকে খুন করার অভিযোগ উঠল কোহলির অনুরাগীর বিরুদ্ধে। বিরাটের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর ঘটনায় তোলপাড় পড়ে গেল। কিলাপালুর পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পি ভিগনেশ (২৪)। তিনি তামিলনাড়ুর আরিয়ালুর পয়ূর গ্রামে থাকতেন। আইটিআইয়ের কোর্স শেষ করে সিঙ্গাপুরে কাজে যাওয়ার পরিকল্পনা ছিল। ভিসার জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেট অন্ত প্রাণ ভিগনেশ। ক্রিকেটের অন্ধ ভক্ত ছিলেন অভিযুক্ত তথা ভিগনেশের বন্ধু এস ধর্মরাজও।