কাল প্রথম ভারতীয় হিসেবে শততম টি-২০ ম্যাচ খেলতে নামছেন রোহিত
Web Desk, ABP Ananda | 06 Nov 2019 08:45 PM (IST)
২০০৭ থেকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলছেন রোহিত। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি।
রাজকোট: আগামীকাল ফের একটি নজির গড়তে চলেছেন বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছেন। এর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে একশোর বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার রেকর্ড ছিল পাকিস্তানের শোয়েব মালিকের (১১১)। এবার রোহিতও ১০০ টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়ছেন। ২০০৭ থেকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলছেন রোহিত। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। এই ফর্ম্যাটে তিনিই সবচেয়ে বেশি রান করেছেন। দিল্লিতেই বিরাট কোহলিকে (২,৪৫০ রান) টপকে গিয়েছেন রোহিত। চারটি শতরান এবং ১৭টি অর্ধশতরান সহ ১৩৬.৬৭ গড়ে আন্তর্জাতিক টি-২০-তে তাঁর মোট রান ২,৪৫২। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজে টিকে থাকতে হলে ভারতকে আগামীকালের ম্যাচ জিততেই হবে। এই ম্যাচে অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে ভারতীয় শিবির।