নয়াদিল্লি: সদ্য বাবা হয়েছেন ভারতীয় দলের ব্যাটসম্যান রোহিত শর্মা। গত বছরের একেবারে শেষদিন ৩১ ডিসেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ। এই সুখবর পাওয়ার পর অস্ট্রেলিয়া থেকে মুম্বইতে ফিরে আসেন রোহিত। এজন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট খেলা হয়নি তাঁর। গতকাল বৃহস্পতিবার সদ্যোজাত সন্তানের ছবির এক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রোহিত। সদ্যোজাত মেয়ের কচি হাতের ছবি শেয়ার করে রোহিত সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে রোহিতের ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন রোহিত। দুই ইনিংসে ৩৭ ও ১ রান করেন তিনি। প্রথম টেস্ট জেতে ভারত। পারথে দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারেননি তিনি। ওই টেস্টে জিতে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে তৃতীয় টেস্টে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ওই টেস্টে প্রথম একাদশে ছিলেন রোহিত। প্রথম ইনিংসে ৬৩ রান করেন তিনি।সিডনিতে চলতি টেস্টেও তিনি খেলবেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু কন্যার জন্মের পর দেশে ফেরেন তিনি।