ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্ট জয়ের আশা অধরাই রয়ে গিয়েছে। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল বিরাট, অশ্বিনদের সামনে। ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে রোহিত শর্মার দল। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ভারতীয় দলের অধিনায়ক। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দ্বিতীয় টেস্টের সময়ের একটি ছবি পোস্ট করেছেন রোহিত। সেখানে দলের কিছু সদস্যদের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। তবে সবার নজর কেড়েছে পোস্টের ক্যাপশনে। 


রোহিত যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে তিনি, রাহানে, বিরাট, মুকেশ ঈশান কিষাণরা রয়েছে। সেখানে রোহিতকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ত্রিনিদাদে বারবার যেভাবে বৃষ্টি এসে খেলায় বাধা দিয়েছে, তাই হয়ত হিটম্যান এভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন। আর সেই ক্যাপশনটির মাধ্যমে হয়ত ত্রিনিদাদ ও মুম্বইয়ের বৃষ্টির কথাই বোঝাতে চেয়েছিলেন। কারণ মুম্বইয়ে প্রবল বৃষ্টি হয়ে থাকে।


 






উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) চতুর্থ দিন একাধিকবার ম্য়াচে বিঘ্ন ঘটিয়েছিলেন বরুণদেব। পঞ্চমদিনেও সেই ধারা অব্যাহত রইল। বৃষ্টির জন্য এক বলও খেলা সম্ভব হল না। ড্র হল দ্বিতীয় টেস্ট। ফলে ভারতেরও ওয়েস্ট ইন্ডিজ়কে হোয়াইটওয়াশ করার স্বপ্ন অধরাই রয়ে গেল। ম্যাচ জেতার জন্য ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৩৬৫ রানের বড় লক্ষ্য রাখে। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষ সেশনে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটও তুলে নেয়। দুই উইকেটই পান আর অশ্বিন। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটকে ২৮ ও অভিষেক ম্যাচ খেলা কার্ক ম্য়াকেঞ্জিকে শূন্য রানে ফেরান তিনি। দিনের শেষে তেজনারায়াণ চন্দ্রপাল ও জার্মেইন ব্ল্যাকউড ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অপরাজিত ছিল। দুই ব্যাটারের সংগ্রহ ছিল যথাক্রমে ২৪ ও ২০। এই পরিস্থিতিতেই পঞ্চম দিন ম্যাচ জেতার আশায় ছিল ভারত। তবে সেগুড়ে বালি, থুড়ি বৃষ্টি। পঞ্চম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যাওয়ায় ভারতের ম্যাচ জেতার আশা অধরাই রয়ে গেল।