অ্যাডিলেড: বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগেই বিরাট বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। মঙ্গলবার (৮ নভেম্বর) ভারতের অনুশীলনে চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।
অনুশীলনে চোট
মঙ্গলবার ভারতীয় অনুশীলনে রোহিতকে আর পাঁচটা দিনের মতোই থ্রো ডাউন করছিলেন এস রঘু। সেইসময় এক শর্ট বল রোহিতের ডান হাতের কব্জিতে লাগে। তীব্র যন্ত্রণায় দেখায় রোহিতকে। সঙ্গে সঙ্গেই অনুশীলন থামিয়ে নেট থেকে বেরিয়ে যান রোহিত। আর অনুশীলন করতে পারেননি রোহিত। বাকি গোটা সময়টাই আহত জায়গায় বরফ লাগাতে দেখা যায় রোহিতকে। অনুশীলনে না নামলেও, বরফ লাগানো সত্ত্বেও রোহিত যে তীব্র যন্ত্রণা অনুভব করছিলেন, তা তাঁর হাবভাবেই স্পষ্ট ফুটে ওঠে। এরপরে প্যাডি আপটনকে দীর্ঘ সময় নেটের পাশে রোহিতের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।
থ্রো ডাউন সাধারণত ২২ নয়, বরং ১৮ গজ দূর থেকে করা হয়। তাই স্বাভাবিকভাবেই বলের গতিও বেশ থাকে। শর্ট বলে রোহিত পুল করতে গিয়ে কিছুটা গতিতেই পরাস্ত হন তিনি। বল সোজা গিয়ে লাগে তাঁর কব্জিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। তাই স্বাভাবিকভাবেই রোহিতকে নিয়ে চিন্তা বাড়ছে। ভারতীয় মেডিক্যাল দল নিঃসন্দেহে রোহিতকে ম্যাচের জন্য ফিট করতে সবরকম প্রয়াস করবে। তবে হাতে চিড় ধরেছে কি না, তা জানতে কিন্তু পরীক্ষার প্রয়োজন। যদি চিড় ধরে থাকে, তাহলে কিন্তু রোহিতের ম্যাচ খেলা বেশ চাপেরই।
দলে বদল?
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত? রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সেরকমই ইঙ্গিত দিয়েছেন। জিম্বাবোয়েকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭১ রানে হারিয়ে দ্রাবিড় বলেছেন, 'আমাদের দলের মোট ১৫ সদস্যকে নিয়েই আমরা খোলামেলা থাকছি। আমাদের বিশ্বাস, ১৫ জনের মধ্যে থেকে যেই প্রথম একাদশে সুযোগ পাক না কেন, আমাদের দুর্বল করে ফেলবে না। সেভাবেই দল বাছা হয়েছিল। যাকে প্রয়োজন হবে তাকেই নেওয়া হবে আর তাতে দল এতটুকু দুর্বল হবে না। তবে অ্যাডিলেডের পিচ ও পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে সেটা দেখতে হবে। আমি অ্যাডিলেডে কয়েকটা ম্যাচ দেখেছি। উইকেট সামান্য মন্থর। বল ঘুরছেও। আমরা অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেটায় বল ঘোরেনি। এবার সম্পূর্ণ অন্য পিচে খেলা হতে পারে। একটা ম্যাচের পর অন্য মাঠে কী হবে বলে দেওয়া যায় না।'
বৃহস্পতিবার ভারতের শেষ চারের লড়াই। তার আগে দ্রাবিড় বলছেন, 'আমাদের হাতে দুদিন মতো সময় আছে। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব। মন্থর পিচ হলে সেই মতো দল তৈরি হবে। অন্যরকম কিছু হলে সেই অনুযায়ী দল সাজানো হবে।'
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চান আখতার, হবে কি সাধপূরণ?