মেলবোর্ন: বিশ্বকাপের প্রথমার্ধে কেউ ভাবতেই পারেননি যে, এরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে। যেখানে ট্রফিযুদ্ধে মাঠে নামতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত ও পাকিস্তান (Ind vs Pak)।


কিন্তু বর্তমানে সেই সম্ভাবনা জোরাল। দুই দলই সেমিফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই দল ম্যাচ জিতে গেলেই ফাইনালে মুখোমুখি হবে।


আর সেই মহারণের অপেক্ষায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। তিনি বলেছেন, 'আশা করছি সেমিফাইনাল থেকে ভারত বা পাকিস্তান বিদায় নেবে না। আমি ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই। মনে হয় ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল ও আইসিসি-ও মজা পাবে সেই ম্যাচ হলে।'


প্রথমে ভারত, তারপর জিম্বাবোয়ে। পরপর দুই ম্যাচে পরাজয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের গ্রুপ থেকে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তবে ছবিটা বদলে গেল রবিবার। বিস্ময়করভাবে। নেদারল্যান্ডসের কাছে হেরে গেল বরাবরের 'চোকার্স' তকমা গায়ে সেঁটে যাওয়া দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিল পাকিস্তান। বাবর আজমরা পৌঁছে গেলেন সেমিফাইনালে। এদিনই মেলবোর্নে জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে সেমিফাইনালে চলে গেল ভারতও। গ্রুপ টু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে শেষ করলেন রোহিত শর্মারা। 


৫ ম্যাচে ৮ পয়েন্টে শেষ করলেন রোহিত শর্মারা। ভারতের নেট রান রেটও গ্রুপে সেরা। +১.৩১৯। গ্রুপে দুই নম্বরে শেষ করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ৫ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেট +১.০২৮। ৫ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে তিন নম্বরে শেষ করেছেন তেম্বা বাভুমারা।


অন্যদিকে গ্রুপ ওয়ানের শীর্ষে থেকে সেমিফাইনালে গিয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনদের ৫ ম্যাচে রয়েছে ৭ পয়েন্ট। নেট রান রেট +২.১১৩। সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে থেকে সেমিফাইনালে গিয়েছে ইংল্যান্ড। জস বাটলারদের নেট রান রেট +০.৪৭৩। ৭ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।                        


ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ ওয়ানের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সামনে সেমিফাইনালে গ্রুপ টু-র দ্বিতীয় পাকিস্তান। বুধবার সেই ম্যাচ সিডনিতে। পরের দিন, বৃহস্পতিবার অ্যাডিলেডে গ্রুপ ওয়ানের দু'নম্বর দল ইংল্যান্ডের সামনে গ্রুপ টু চ্যাম্পিয়ন ভারত।                                                


আর সেখানেই তৈরি হয়েছে ভারত-পাক (Ind vs Pak) ফাইনালের সম্ভাবনা। বাবররা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে আর ভারত জস বাটলারের ইংল্যান্ডকে হারালে আগামী রবিবার, ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই স্বপ্নের ফাইনাল দেখার প্রার্থনা শুরু করে দিয়েছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।


আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে সুযোগ না পেয়ে বেড়েছিল জেদ, গোটা ঘরে লিখে রেখেছিলেন 'ইন্ডিয়া'