‘এখনও এক বছরও খেলেনি, আমাকে চ্যালেঞ্জ’! লাইভ চ্যাটে পন্থকে ট্রোল রোহিতের, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2020 11:06 AM (IST)
১ এপ্রিল সন্ধেয় রোহিত স্পিডস্টার জসপ্রিত বুমরাহর সঙ্গেও এভাবেই কথা বলেন। আর এই চ্যাটের সময়ই ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ ছয় মারার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। আর তা নিয়ে রোহিত ঋষভকে ট্রোল করতে ছাড়লেন না।
নয়াদিল্লি: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের সময় ক্রিকেটাররা এখন সোশ্যাল মিডিয়ায় আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন। এর আগে ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহল ইনস্টাগ্রামে লাইভ এসেছিলেন। এবার ভারতের সীমিত ওভারের দলের অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি তাঁকে সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা গেল। ১ এপ্রিল সন্ধেয় রোহিত স্পিডস্টার জসপ্রিত বুমরাহর সঙ্গেও এভাবেই কথা বলেন। আর এই চ্যাটের সময়ই ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ ছয় মারার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। আর তা নিয়ে রোহিত ঋষভকে ট্রোল করতে ছাড়লেন না। ১৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত লকডাউনের মধ্যে রোহিত, চাহল, বুমরাহ, শ্রেয়স আয়াররা অফিসিয়াল হ্যান্ডেল মারফত্ এ বিষয়ে সক্রিয়। হরভজন, যুবরাজও করোনাভাইরাস সম্পর্কে সতেনতা বাড়াতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বুধবার রোহিত বুমরাহর সঙ্গে লাইভ ভিডিও ইনস্টাগ্রামে কথা বললেন। দুজনের কথাবার্তার মধ্যেই চলে আসেন পন্থ। আর রোহিতকে চ্যালেঞ্জ করে বসেন। ওই চ্যালেঞ্জ ছিল- কে সবচেয়ে বড় ছয় হাঁকাতে পারে। পন্থের ওই মন্তব্য দেখে বেশ মজাদার ঢঙে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে খানিক ট্রোল করলেন রোহিত। লাইভ ইনস্টাগ্রাম সেশনে বললেন, আরে, ওর সঙ্গে আমাকে চ্যালেঞ্জে জড়াতে হবে? এক বছরও তো এখনও খেলেনি। ছক্কার প্রতিযোগিতা করছে! ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রোহিত ও বুমরাহ ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবারের আইপিএল স্থগিত হওয়ায় দুজনেই বেশ হতাশ। উল্লেখ্য, দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়।