বার্বাডোজ : আনন্দের মুহূর্ত। গর্বের মুহূর্ত। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কাপ তুলতে যাবেন অধিনায়ক রোহিত শর্মা। তাতে একটু চমক থাকবে না ? তা কি হয় ? দীর্ঘ লড়াই শেষে এই সেলিব্রেশন তো প্রাপ্য। হলও তাই। অদ্ভুতভাবে হেঁটে গিয়ে জয় শাহের হাত থেকে কাপ তুলতে গেলেন রোহিত শর্মা। যা নিয়ে এখন কার্যত মশগুল নেটাগরিকরা। অনেকে বলছেন, আর্জেন্তিনার জয়ের পর যেভাবে লিও মেসি বিশ্বকাপ হাতে তুলতে গিয়েছিলেন, তার সঙ্গে মিল আছে রোহিতের স্টাইলের। এদিকে, এরই মধ্যে একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখানো হচ্ছে, রোহিতের এই অদ্ভুতভাবে বিশ্বকাপ তুলতে যাওয়ার কায়দাটা স্পিনার কুলদীপ যাদবের মস্তিষ্কপ্রসূত। কীভাবে যেতে হবে সেটা নাকি কুলদীপ দেখিয়ে দেন রোহিতকে।
ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, ব্যাট করতে নেমে গোড়াতেই বেশ চাপের মুখে পড়ে ভারত। একসময় ৩৪ রানে ৩ উইকেট পড়ে যায়। একে একে ফিরে যান রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবরা। কোনও জুটিই তৈরি হচ্ছিল না। তবে, একদিক ধরে রেখেছিলেন বিরাট কোহলি। এদিন দলের প্রয়োজনের সময় তিনি জ্বলে ওঠেন। অক্ষর পটেলকে নিয়ে অসাধারণ একটা পার্টনারশিপ তৈরি করেন। একটি ৪ ও ৪টি ছক্কার সহযোগে ৩১ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বাঁহাতি অলরাউন্ডার পটেল। ৭২ রানের সেই জুটি ভারতীয় ইনিংসের ভীত গড়ে দেয়। এরপর আরও একটা ছোট জুটি তৈরি হয়। এবার শিবম দুবেকে সঙ্গে নেন কোহলি। ৫৭ রান তোলে এই জুটিটি। একটি ছক্কা ও ৩টি ৪ সহযোগে ১৬ বলে ২৭ রান করেন দুবে। আর সামগ্রিক এই দলগত প্রয়াসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ভারত। এর মধ্যে শুধু ৭৬ রান বিরাটেরই।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। সেই সময় ভারতের জয় নিয়ে আশায় বুক বাঁধছে ভক্তরা। কিন্তু, দক্ষিণ আফ্রিকার হয়ে হাল ধরেন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। ৫৮ রানের জুটি গড়ে ওঠে। কক করেন ৩১ বলে ৩৯ রান ও স্টাবস ২১ বলে ৩১ রান। এরপর ক্রিজে নেমে ভারতের হাড়হিম করে দেন হেনরিক ক্লাসেন। মাত্র ২৭ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সেই সময় প্রোটিয়াদের ধাক্কাটা দেন হার্দিক পাণ্ড্য। ক্লাসেনকে আউট করেন তিনি। শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। সেই সময় ভারতকে ম্যাচে ফেরান হার্দিক। দুরন্ত ফর্মে থাকা ব্যক্তিগত ৫২ রানের মাথায় হেনরিক ক্লাসেনকে আউট করেন তিনি। এরপর বুমরা মার্কো জেনসনকে আউট করে দেন। তাতে আরও চাপে পড়েন প্রোটিয়ারা। ১৯ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। যাতে মাত্র ৪ রান দেন ভারতীয় এই পেসার। শেষ ওভারে হার্দিকের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। প্রথম বলেই ভয়ানক ডেভিড মিলারের উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষমেশ ৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।