তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ব্যাট হাতে অর্ধশতরানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। যে বোলিং নিয়ে এত চিন্তা বাড়ছিল, সেই বোলিং ডিপার্টমেন্টও দারুণ পারফর্ম করেছে। দলের সামগ্রিক পারফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মা। বিশেষ করে কঠিন উইকেটে চাহার, অর্শদীপরা যেভাবে বল করেছে, তাতে হাসি ফুটেছে হিটম্যানের।


কী বলছেন রোহিত?


ম্যাচের পর সাক্ষাৎকারে রোহিত বলেন, ''উইকেট একটু কঠিন ছিল। এমন উইকেটে খেলার জন্য অনেক শিখতে হয়। তুমি বুঝতে পার যে এমন কঠিন পরিস্থিতিতে দল তোমার থেকে কী চাইছে। আমি জানতাম বোলাররা ভাল বল করবে। কিন্তু ২০ ওভার আমরা পুরো সাহায্য পাব পিচ থেকে এমনটা আশা কখনওই করি নি। উইকেটের থেকে যে কোনও দল সাহায্য পেতে পারত। যে দল ভাল খেলবে তারাই জিতবে। কিন্তু আমরা প্রথমে বিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছিলাম। আমার মনে হয় ওটাই টার্নিং পয়েন্ট।'' সূর্যকুমার যাদবের ব্যাটিংয়েও মজে রয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির জন্য এমন কঠিন উইকেটেও সূর্যর ব্যাট থেকে এসেছে ৩৩ বলে অপরাজিত ৫০। 


দুরন্ত অর্শদীপ


মাত্র কয়েকদিনের ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। এক ওভারে তিন উইকেট তুলে নিলেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে গেল যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারল না। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা।


রান তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতও। পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দুজনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।


আরও পড়ুন: পাওয়ার প্লে-তে সবচেয়ে কম রানের রেকর্ড, জয়ের মাঝেও কাঁটা ভারতীয় শিবিরে