নয়াদিল্লি :  শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটল রোহিত শর্মার। অফ ফর্মে থাকা করুণ নায়ারের জায়গায় দলে নেওয়া হল তাঁকে। কাঁধের চোট সারিয়ে দলে ফিরলেন ওপেনার লোকেশ রাহুলও।


আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তার আগে টেলি কনফারেন্সের মাধ্যমে টেস্ট স্কোয়াড বেছে নিলেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের ১৬ জনের মধ্যে ১৫ জনকেই দলে রাখা হয়েছে।

রোহিত যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ফিরছেন, তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এ জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডে শেষ টেস্ট খেলার পর দলে ফিরে এলেন রোহিত। চোট পাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনটি হাফসেঞ্চুরি করেছিলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরির পর নায়ার আর বড় রান পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তাঁর রান ছিল ২৬,২৩ ও ৫। ভারত ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো হবে তাঁকে।নায়ারকেই ওই দলের অধিনায়ক করা হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়েছে তৃতীয় ওপেনার অভিনব মুকুন্দকেও।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, আর. অশ্বিন, রবীন্দ্র জাডেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ।