ধক্কড়ের তালে তালে নাচলেন আমির খানের চিনা ফ্যানেরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Jul 2017 12:06 PM (IST)
মুম্বই: চিনে ব্যাপক হিট করেছে দঙ্গল। আমির খানের নাম সে দেশের ঘরে ঘরে। প্রিয় তারকার প্রতি ভালবাসায় তাঁর ফ্যানরা কী করলেন জানেন? ধক্কড় গানের তালে তালে নেচেছেন তাঁরা! গোটা বিশ্বে ২,০০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে দঙ্গল। তার সিংহভাগ এসেছে চিন থেকে। কিন্তু খুব একটা আবেগে না ভাসা চিনারা যেভাবে তাঁদের প্রিয় নায়কের জন্য রাস্তাঘাটে নাচার ভিডিও শ্যুট করেছেন, তা সত্যিই অবাক করে। ইউটিউবে ভিডিওটি পোস্ট করেছে চিনের আমির খান ফ্যান ক্লাব।