কলকাতা: ১১২ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা চাপে ফেলে দিয়েছিল টিম ইন্ডিয়াকে৷ অবশেষে রোহিত শর্মা-ঋদ্ধিমান সাহার জুটিরতে ভর করে তৃতীয় দিনের শেষে ঘুরে দাঁড়াল ভারত৷ দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ২২৭৷ লিড ৩৩৯ রানের৷


পয়া ইডেনে ব্যাট হাতে দলকে টেনে তুললেন৷ জবাব দিলেন সমালোচনার৷ রবিবাসরীয় ইডেনে দিনের শেষের সমস্ত লাইমলাইটটা শুষে নিলেন রোহিত শর্মা৷ কানপুরে দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করার পরও যাঁর ইডেন টেস্টে খেলা নিয়ে ছিল জল্পনা৷ ৮২ রান করে কোণঠাসা হওয়া টিম কোহলিকে টেনে তুলল রোহিতের চওড়া ব্যাট৷ সঙ্গী ঋদ্ধিমান সাহা৷ যার সৌজন্যে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৮ উইকেটে ২২৭৷ এগিয়ে ৩৩৯ রানে৷

এদিন শুরুতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২০৪ রানে৷ জিতেন পটেল করেন ৪৭৷ এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউয়ি পেস আক্রমণ হেনরি-বোল্টের সামনে ধাক্কা খেতে থাকে ভারতীয় টপ অর্ডার৷ অল্প ব্যবধানে ফিরে যান মুরলী বিজয় (৭), চেতেশ্বর পূজারা (৪), শিখর ধবন (১৭), অজিঙ্ক রাহানে (১), বিরাট কোহলি (৪৫) ও রবিচন্দ্রন অশ্বিন (৫)। বিরাট কোহলির ৪৫ রান কিছুটা লড়াই দিলেও তা খাদের কিনারায় থাকা

ভারতের দ্বিতীয় ইনিংস টেনে তোলার জন্য যথেষ্ট ছিলনা৷ এরপর জুটি বাঁধলেন রোহিত-ঋদ্ধি৷ ১০৩ রানের দুরন্ত পার্টনারশিপের উপর ভর করে ভদ্রস্থ লিড ভারতের৷ প্রথম ইনিংসে হাফসেঞ্চুরির পর ঋদ্ধিমানের দ্বিতীয় ইনিংসের লড়াইও নজর কেড়েছে বিশেষজ্ঞদের৷ চাপের মুখে ভাল পার্টনারশিপ৷ কিপার ঋদ্ধিমান নন, ব্যাটসম্যান ঋদ্ধিও এখন ভরসার নাম কোহলির সংসারে৷