অকল্যান্ড: নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে লেগ স্পিনার ইশ সোধির বল ফাইন লেগ বাউন্ডারির বাইরে পাঠিয়ে এই রেকর্ড গড়লেন তিনি। জয়ের জন্য ১৫৯ রান তাড়া করতে নেমে এদিন ২৯ বলে ৫০ রান করেন রোহিত।
গাপ্টিলকে পিছনে ফেলতে রোহিতের প্রয়োজন ছিল ৩৫ রান। আজ গাপ্টিল (২২৭২ রান) খেলেননি।
৯৩ ম্যাচে রোহিতের সংগ্রহ ২২৬৩ রান। তিনি এদিন পাক অলরাউন্ডার শোয়েব মালিককেও পিছনে ফেললেন। তালিকায় এখন তৃতীয় শোয়েব মালিক (২২৬৩)।
চতুর্থ স্থানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি (২১৬৭ রান)। পঞ্চম নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম (২১৪০)।
গাপ্টিল ও গেইললের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি ২০ তে ১০০ টি ওভারবাউন্ডারি রয়েছে রোহিতের।
গাপ্টিলকে টপকে টি ২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড রোহিত শর্মার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2019 02:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -