মুম্বই: মধ্য মুম্বইয়ের মাহিমে ধর্ষণ করে খুন করা হল এক পথশিশুকে। গতরাতে ভোর তিনটে নাগাদ বাচ্চাটি যখন পরিবারের অন্যদের সঙ্গে পথের ধারের ঝুপড়িতে শুয়ে ঘুমোচ্ছিল, তখন তাকে তুলে নিয়ে যায় কেউ। আজ সকালে উদ্ধার হয় তার দেহ।

মৃত শিশুর বাবা মজুরের কাজ করেন। ঘুম থেকে উঠে তিনিই দেখেন, মেয়েকে পাওয়া যাচ্ছে না। খবর দেন পুলিশে। এরপর বেলা দশটা নাগাদ ওই রাস্তারই এক নির্জন এলাকায় ৫ বছরের মেয়েটির দেহ উদ্ধার হয়। ময়না তদন্তে জানা গিয়েছে, ধর্ষণ করা হয় তাকে।

কে এই ঘটনা ঘটিয়েছে এখনও জানতে পারেনি পুলিশ। বেশ কয়েকটি দল গঠন করে তদন্তে নেমেছে পুলিশ।