লন্ডন: ক্রমশ জোরালো হচ্ছে রোহিত শর্মাকে ভারতীয় টি-২০ অধিনায়ক করার দাবি। গৌতম গম্ভীর, মাইকেল ভনের পর এবার সেই তালিকায় জুড়লেন নাসের হুসেন।


ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের সাফ কথা, সময় এসে গিয়েছে বিরাট কোহলির ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে সঁপে দেওয়ার। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে নেতা হিসেবে রোহিতের সাফল্যই যার কারণ বলেও জানান নাসের।

সম্প্রতি টানা দ্বিতীয়বার সহ মুম্বই ইন্ডিয়ান্সকে মোট পাঁচবার আইপিএল খেতাব জিতিয়েছেন রোহিত শর্মা। সাত বছর অধিনায়কের হটসিটে থেকে পাঁচবার খেতাব জেতা যথেষ্ট তারিফ পাওয়ার মতো কৃতিত্ব বলেই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তনী।

নাসের হুসেন বলেছেন, 'শান্ত মেজাজে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া রোহিতের অধিনায়কত্বের বৈশিষ্ট্য। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওঁর সাফল্যের জন্যই সবাই বলতে বাধ্য হচ্ছে এবার বিরাটের ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব রোহিতের হাতে তুলে দেওয়া উচিত।'

নেতা রোহিতের পাশাপাশি ব্যাটসম্যান হিটম্যানেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নাসের হুসেন। চলতি প্রজন্মের অন্যতম সেরা সাদা বলের ক্রিকেটার হিসেবেই রোহিতকে ভূষিত করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক, টি-২০তে রোহিতের ধারাবাহিক পারফরম্যান্স ও ওডিআইতে তাঁর তিনটি ডাবল হান্ড্রেডের প্রসঙ্গও তুলে ধরেছেন নাসের হুসেন।

আইপিএল ফাইনালের পর যেভাবে রোহিত বলেছিলেন সূর্যকুমার যাদবের জন্য তাঁর আউট হয়ে যাওয়া উচিত ছিল, তা দেখে মুগ্ধ নাসের। দুরন্ত ক্রিকেটার, অধিনায়ক হওয়ার পাশাপাশি রোহিত ভালো মনের মানুষ, সেটাও বোঝা গিয়েছে বলেই জানিয়েছেন নাসের হুসেন।