পোর্ট ওয়াইনের মতো বয়স বাড়ার সঙ্গে রোনাল্ডোর খেলা আরও ভাল হচ্ছে, মত পর্তুগালের কোচের
Web Desk, ABP Ananda | 21 Jun 2018 04:40 PM (IST)
মস্কো: ওয়াইন যেমন যত পুরনো হয় তত তার স্বাদ বাড়ে, তেমনই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বয়স বাড়ার সঙ্গে আরও ভাল খেলছেন। এমনই মন্তব্য করলেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পোর্ট ওয়াইনের মতো। ও বয়সের সঙ্গে বদলাচ্ছে। ও অন্য খেলোয়াড়দের মতো নয়। ও সবসময় বদলাচ্ছে। ও এখন যেটা করছে, দুই বা তিন বছর পরে সেটা করবে না। একইভাবে চার বা পাঁচ বছর আগে ও যেটা করত, সেটা এখন করছে না। ও নিজেকে খুব ভাল জানে। নিজের দায়িত্বটা কী, সেটা ও জানে।’ এবারের বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে পর্তুগালের প্রথম ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন রোনাল্ডো। গতকাল দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিরুদ্ধে তিনিই ম্যাচের একমাত্র গোল করেছেন। এর আগে তিনটি বিশ্বকাপ খেলে মাত্র তিনটি গোল করেছিলেন রোনাল্ডো। তবে এবার তাঁর দুর্দান্ত ফর্ম দেখা যাচ্ছে। এটাই হয়তো ৩৩ বছর বয়সি এই তারকার শেষ বিশ্বকাপে। তিনি বুঝিয়ে দিচ্ছেন, ২০১৬ ইউরো কাপ জেতার পর এবার বিশ্বকাপ জিততে চান। প্রথম দুই ম্যাচে তাঁর ফর্ম ও গোলের খিদে সে কথাই বলছে।