মাদ্রিদ: বড় ম্যাচেই জ্বলে ওঠেন তারকারা। প্রমাণ চ্যাম্পিয়নস লিগে রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিক। রিয়াল মাদ্রিদকে তুললেন চ্যাম্পিয়নস লিগের শেষ চারে। জার্মানির উল্ফসবার্গকে হারালেন ৩-০-য়। প্রথম লেগে ০-২-এ পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেই ঘাটতি ঘুচিয়ে দলকে সেমিফাইনালে তোলার মূল কারিগর রোনাল্ডো। এনিয়ে টানা ৬ বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল।
প্রথমার্ধে ৮৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনাল্ডো। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রি কিক থেকে হ্যাটট্রিক সিআর সেভেনের। চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর তৃতীয় হ্যাটট্রিক। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের ১০ ম্যাচে ১৬ গোল হয়ে গেল রোনাল্ডোর।
চ্যাম্পিয়নস লিগে রোনাল্ডোর দুরন্ত হ্যাটট্রিক, শেষ চারে পৌঁছল রিয়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2016 04:57 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -