রিয়াধ: সবসময় বক্সের মধ্যে তিনি স্বপ্রতিভ থাকেন। গোলের জন্য এখনও সমান খিদে ৩৮ পেরিয়েও। এর আগে এমনটা বারবার দেখা গিয়েছে যে পেনাল্টির আবেদন নাকচ হওয়ায় রেফারির দিকে তেড়ে গিয়েছেন তিনি। মাঠের ব্যবহারের জন্য বিতর্কের কেন্দ্রেও থেকেছেন বেশ কিছু সময়। তবে এবার একেবারে অন্য ছবি। রেফারি পেনাল্টি দিয়েছিলেন তাঁকে। কিন্তু তিনি নিজেই রেফারির কাছে গিয়ে আবেদন জানালেন যে সিদ্ধান্ত যাতে পরিবর্তন করা হয়। তাঁর মনে হয়েছে যে তিনি এখানে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত একেবারেই ঠিক নয়। প্রতিপক্ষ প্লেয়ারদের পাশে দাঁড়িয়ে রেফারিকে পেনাল্টির সিদ্ধান্ত তুলে নেওয়ার আবেদন জানালেন সি আর সেভেন। যে ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই।


উল্লেখ্য, এশিয়ান চ্যাম্পিয়নশিপের লিগে মুখোমুখি হয়েছিল আল নাসের ও পার্সেপোলিস। ম্য়াচের দ্বিতীয় মিনিটেই আল নাসেরের ফুটবলারের উইং থেকে পাস রোনাল্ডোর দিকে আসে। তখন প্রতিপক্ষের বক্সে ছিলেন সি আর সেভেন। বল নিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলারকে ট্যাকল করতে গিয়ে নিজেই মাঠে পড়ে যান পর্তুগিজ সুপারস্টার। চিনের রেফারি ভাবেন যে রোনাল্ডোকে বোধহয় বাজেভাবে ট্য়াকল করা হয়েছে বক্সে। যার দরুণ তিনি তখনই পেনাল্টি ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে ইরানের ক্লাবের ফুটবলারর তেড়ে যান রেফারির দিকে। সঙ্গে ছিলেন রোনাল্ডোও। তিনি নিজে গিয়ে রেফারিকে বলেন যে এটা পেনাল্টির সিদ্ধান্ত ভুল। সিদ্ধান্ত যেন বদলানো হয়। 


 






ম্যাচে এর পর অবশ্য কোনও দলই গােল করতে পারেনি। ফলে গোলশূন্য শেষ হয় ম্য়াচে। তবে রােনাল্ডো যদি তখন পেনাল্টি নিতেন, তখন নিজের গোলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আল নাসেরকেও জয়ের রাস্তা দেখিয়ে দিতে পারতেন সি আর সেভেন। তবে শেষ পর্যন্ত মাঠে মহানুভতার পরিচয় দিলেন পর্তুগিজ তারকা। কিছুদিন আগেই প্রথম ডিভিশন ফুটবলে সর্বাধিক ৫২৭ গোলের মালিক হয়েছেন রোনাল্ডো। ইতিমধ্যেই চলতি বছরে ৬৩ টি গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  কাতার বিশ্বকাপের পরই  চলতি মরশুমে সৌদির ক্লাব আল নাসের এ যোগ দেন রোনাল্ডো।