বার্সেলোনা: আক্ষরিক অর্থেই এল ক্লাসিকো!
পিছিয়ে পড়ে, ১০ জনে খেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে বার্সেলোনার ঘরের মাঠে মেসিদের হারিয়ে দিল রিয়েল মাদ্রিদ। খেলার ফল ২-১।
শনিবার ন্যু কাম্পে খেলার শুরুর দিকেই হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন জেরার পিকে। যদিও, সেই অ্যাডভান্টেজ দীর্ঘস্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই রিয়েলকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা। কিন্তু, ফের ধাক্কা খায় রিয়েল। অবৈধ ফাউলের জন্য লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলের অধিনায়ক সার্জিও রামোসকে। এই নিয়ে কেরিয়ারে মোট ২১ বার লালকার্ড দেখলেন রামোস। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে রিয়েলের হয়ে জয়সূচক গোল করেন সিআর সেভেন।
এদিন ম্যাচে কিছুটা হলেও নিষ্প্রভ ছিলেন বার্সার এলএম টেন। একেবারেই ছন্দে মেনে হয়নি তাঁকে। এই হারের ফলে, বার্সেলোনার ৩৯ ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ডের ইতি হল। এর আগে গত অক্টোবর মাসে সেভিয়ার কাছে হেরেছিল বার্সা। যদিও, লা লিগা পয়েন্ট তালিকায় এখনও শীর্ষেই রয়েছে বার্সা। কিন্তু, তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আটলেটিকো মাদ্রিদ এবং রিয়েল মাদ্রিদ। বার্সার থেকে ৬ পয়েন্ট দূরে দ্বিতীয় স্থানে রয়েছে আটলেটিকো। অন্যদিকে, আরও এক পয়েন্ট পিছনে তৃতীয় স্থানে রয়েছে রিয়েল।
ম্যাচের পর রিয়েল কোচ জিনেদিন জিদান রিয়েলের গোটা দলের ভূয়সী প্রশংসা করেন। জানান, তাঁর দল আক্রমণ ও প্রতি-আক্রমণ দুটোই ভালভাবে সামলেছে। প্রসঙ্গত, রিয়েলের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল জিদানের প্রথম এল ক্লাসিকো ম্যাচ। অন্যদিকে, বিজিত দলের কোচ লুই এনরিকে জানান, এটা (অপরাজেয় রেকর্ড দৌড় থামা) একদিন হওয়ারই ছিল। ঘরের মাঠে চির-প্রতিদ্বন্দ্বীর কাছে হারের ধাক্কা পেছনে ফেলে এখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য প্রস্তুতিপর্বে মনোনিবেশ করতে চান তিনি।
এদিন ম্যাচের আগে সদ্যপ্রয়াত ডাচ ফুটবল তারকা জোহান ক্রুয়েফকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উপস্থিত প্রায় ৯০ হাজার দর্শক ‘থ্যাঙ্ক ইউ জোহান’ লেখা ব্যানার হাতে নিয়ে মেলে ধরে বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তিকে শ্রদ্ধা জানান।
এল ক্লাসিকোয় উজ্জ্বল রোনাল্ডো, রিয়েল মাদ্রিদের কাছে হার বার্সেলোনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2016 11:11 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -