রাজকোট: সিরিজ শুরু হওয়ার আগে আলোচনা হচ্ছিল, লড়াই হবে ভারতীয় স্পিনারদের সঙ্গে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। সেই লড়াইয়ে অন্তত প্রথম দিন ইংরেজ ব্যাটসম্যানদেরই জয় হল। অসাধারণ শতরান করলেন জোট রুট (১২৪)। মঈন আলি করলেন (৯৯ অপরাজিত)। দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩১১। ফলে চাপে বিরাট কোহলির দল।

আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক অ্যালেস্টার কুক। তিনি এবং অপর ওপেনার হাসিব হামিদ শুরুটা ভালই করেন। দলের ৪৭ রানের মাথায় ব্যক্তিগত ২১ রানে রবীন্দ্র জাডেজার বলে এলবিডবলু হয়ে যান কুক। ৩১ রানে হামিদকে এলবিডবলু করেন রবিচন্দ্রন অশ্বিন। ৭৬ রানে ২ উইকেট চলে যাওয়ার পর মনে হচ্ছিল ভারতীয় স্পিনাররা ভেলকি দেখানো শুরু করেছেন। বেন ডাকেটও (১৩) অশ্বিনের শিকার হওয়ায় ভারতের ক্রিকেটপ্রেমীরা উল্লসিত হয়ে উঠেছিলেন। কিন্তু এরপরেই ইংল্যান্ডের ব্যাটিংয়ের হাল ধরেন রুট ও মঈন। তাঁদের জুটিতে ১৭৯ রান যোগ হয়। উমেশ যাদবের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রুট। দিনের শেষে মঈনের সঙ্গে ক্রিজে বেন স্টোকস (১৯)।

২০১২-১৩ মরশুমে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এবারও কী হবে? প্রথম দিনের খেলার শেষে কিন্তু কুকরাই এগিয়ে। ভারতীয় স্পিনারদের সামাল দেওয়ার জন্য পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাকের সাহায্য নিচ্ছে ইংল্যান্ড। সেটা যে কাজে লেগেছে, তা প্রথম দিনের খেলাতেই স্পষ্ট। আগামীকাল সকালে ভারতের বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে না পারলে ব্যাটসম্যানদের উপর চাপ বাড়বে।

আরও পড়ুন

জো রুটের আউট ঘিরে বিতর্ক