লন্ডন: টেস্ট অধিনায়ক হিসেবে জো রুটের নাম ঘোষণা করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। ভারত সফরের ব্যর্থতার পর টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান অ্যালিস্টার কুক। তাঁর স্থলাভিষিক্ত হলেন রুট।
ইয়র্কশায়ারের ব্যাটসম্যান রুট এতদিন ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক ছিলেন। ফলে, কুকের জায়গায় যে ক্যাপটেন্সির ব্যাটন তাঁর হাতেই আসতে চলেছে, সেই বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিলই।
কুকের নেতৃত্বে টেস্ট দলে অভিষেক হওয়া রুট এখন ফর্মের বিচারে ইংল্যান্ড দলের সেরা ব্যাটসম্যান। এদিন ২৬ বছরের ব্যাটসম্যান বলেন, ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হওয়াটা বিরাট সম্মানের।
একইসঙ্গে অন্যতম অল-রাউন্ডার বেন স্টোকসকে দলের সহ-অধিয়ানক ঘোষণা করেছে ইসিবি।
ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৫৯টি টেস্টে নেতৃত্ব দেওয়ার পর গত সপ্তাহে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন কুক। সদ্যসমাপ্ত ভারত সফরে এসে টেস্ট সিরিজ হারার ফলেই এসেক্সের ব্যাটসম্যান ইস্তফা দেন বলে খবর।
যদিও, তিনি জানিয়ে দিয়েছেন, নেতৃত্ব ছাড়লেও টেস্ট খেলা চালিয়ে যাবেন।