বার্মিংহাম: বিরাট কোহলির মতো ভাল ব্যাটসম্যান নন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এমনই মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক ব্রিয়ারলি। তবে একইসঙ্গে তিনি বলেছেন, রুট বিবেচক। তাঁকে কোহলির মতো বড় রান করতে হবে।


সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে রুটকে টেক্কা দিয়েছেন কোহলি। তিনি প্রথম ইনিংসে ১৪৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫১ করেন। তাঁর প্রশংসা করে ব্রিয়ারলি বলেছেন, ‘আমার মনে হয় কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই যার রানের গড় ৫০-এর বেশি, সে নিশ্চয়ই অসাধারণ খেলোয়াড়। ও বিভিন্ন ভঙ্গিতে খেলতে পারে। জো রুটও সেটা পারে। তবে কোহলি নিষ্ঠুর ব্যাটসম্যান। ও অর্ধশতরানকে শতরানে পরিণত করতে পারে। সেক্ষেত্রে পিছিয়ে রুট। ও দারুণ ব্যাটসম্যান এবং বুদ্ধিমান। আমি ওর ভাল ইনিংস দেখতে চাই।’

ব্যাটসম্যান কোহলির মতোই অধিনায়ক কোহলিরও প্রশংসা করেছেন ব্রিয়ারলি। তিনি বলেছেন, ‘কোহলিকে দেখে আমার খুব ভাল লেগেছে। প্রত্যেকেরই নিজস্ব ভঙ্গি থাকে। ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যায়। এটা টেস্ট ক্রিকেটের জন্য ভাল।’