এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৩ রান করে পঞ্জাব। গেইল ছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। বিরাট ও ডিভিলিয়ার্সের দাপটে সহজেই পঞ্জাবের রান টপকে যায় আরসিবি। মার্কাস স্টোইনিস ২৮ রানে অপরাজিত থাকেন। পঞ্জাবকে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় আরসিবি-র
Web Desk, ABP Ananda | 13 Apr 2019 11:52 PM (IST)
পঞ্জাবের হয়ে ক্রিস গেইল (অপরাজিত ৯৯) অসাধারণ ব্যাটিং করলেও, তাঁর ইনিংসের মূল্য থাকল না।
ছবি সৌজন্যে ট্যুইটার
মোহালি: টানা ৬ ম্যাচ হারের পর অবশেষে শাপমুক্তি। চলতি আইপিএল-এ নিজেদের সপ্তম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দলের জয়ে বড় অবদান থাকল অধিনায়ক বিরাট কোহলি (৬৭) ও এবি ডিভিলিয়ার্সের (অপরাজিত ৫৯)। পঞ্জাবের হয়ে ক্রিস গেইল (অপরাজিত ৯৯) অসাধারণ ব্যাটিং করলেও, তাঁর ইনিংসের মূল্য থাকল না।