বেঙ্গালুরু: ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএলের (IPL 2023) অভিযান শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আবারও নিজেদের প্রথম খেতাব জয়ের আশা নিয়ে মাঠে নামবে আরসিবি। তবে মরসুম শুরুর আগেই বিরাট ধাক্কা আরসিবি শিবিরে, টুর্নামেন্টের প্রথমার্ধে খেলতেই পারবেন না দলের তারকা ব্যাটার।


গোড়ালিতে চোট


গত মরসুমে ইডেন গার্ডেন্সে আইপিএল এলিমিনেটরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রজত পাতিদার (Rajat Patidar)। মাত্র ৫৪ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন মধ্যপ্রদেশের ব্যাটার। ২০২৩ আইপিএল মরসুমেও তিনি আরসিবির ভরসার বড় কারণ হতে পারতেন। তবে রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টের প্রথমার্ধে খেলতেই পারবেন না পাতিদার। তারকা ব্যাটারের গোড়ালিতে চোট রয়েছে এবং সেই চোট সারানোর উদ্দেশে তিনি বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) নিজের রিহ্যাব চালাচ্ছেন বলেই খবর।


এনসিএ-র পরামর্শ


এনসিএ-র তরফে পাতিদারকে বর্তমানে তিন সপ্তাহের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিন সপ্তাহ পরে পাতিদারের এক এমআরআই স্ক্যান করা হবে এবং সেই স্ক্যানের পরেই তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরসিবির প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার পূর্বেই গোড়ালিতে চোট পেয়েছিলেন পাতিদার। তারপর থেকেই চলছে চোট সারানোর প্রক্রিয়া। পাতিদার কিন্তু দ্রুতই নিজের ইচ্ছামতো মাঠে ফিরতে চাইলেও পারবেন না। মাঠে নামতে হলে তাঁর সর্বপ্রথম এনসিএ-র ফিট সার্টিফিকেট লাগবে। পাতিদার যদি নিতান্তই আইপিএলে খেলতে না পারেন, তবে আরসিবির চিন্তা যে বাড়বে, সেই বিষয়ে দ্বিমত নেই। পাশাপাশি আরসিবির ব্যাটিং লাইন আপেও কিন্তু বড় রদবদল ঘটাতে হতে পারে।


কিংগকে স্বাগত


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন বিরাট কোহলি। প্রাক্তন অধিনায়ক যোগ দিলেন আরসিবি শিবিরে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে মাত্র কয়েক দিনের জন্য বাড়ি ফিরে যান বিরাট। কয়েক দিনের ছুটি কাটিয়ে আরসিবি দলের সঙ্গে যোগ দিলেন তিনি। নতুন উদ্যমে ফিরতে মরিয়া আরসিবির প্রাক্তন অধিনায়ক। গত কয়েক বছর অফ ফর্মের জন্য সমালোচিত হতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি সেরা ফর্মে রয়েছেন। তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন কোহলি। এবার সেই ফর্মও আইপিএলে বজায় রাখতে চান।


শনিবার আরসিবি সোশ্যাল মিডিয়ায় বিরাটের ছবি পোস্ট করেছে। সঙ্গে লিখেছে, 'হ্যাপি হোমকামিং কিংগ'। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়।


আরও পড়ুন: সারেনি চোট, আইপিএলে লখনউয়ের তারকা বোলারের মাঠে নামা নিয়ে প্রবল সংশয়