গুয়াহাটি: আইপিএলের (IPL 2023) এ মরসুমের ১১তম ম্যাচে এক সময় দেখে মনে হচ্ছিল রাজস্থান রয়্যালস খুব সহজেই ২২০-২৩০ রান তুলে ফেলবে। তবে বোলারদের দাপটে ম্যাচে ফিরে এসে রাজস্থানকে ১৯৯/৪ রানেই সীমাবদ্ধ করে রাখল দিল্লি ক্যাপিটালস (RR vs DC)। বল হাতে প্রভাবিত করলেন মুকেশ কুমার। নির্ধারিত চার ওভারে ৩৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমার (Mukesh Kumar)। যশস্বী জয়সবাল (Yashasvi Jaiswal) ৬০ ও জস বাটলার  (Jos Buttler) ৭৯ রানের ইনিংস খেলেন।


যশস্বীর দাপট


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সকলকে খানিকটা চমকে দিয়েই দিল্লি একাদশ থেকে বাদ দেওয়া হয় পৃথ্বী শকে। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দুই রাজস্থান ওপেনার যশস্বী জয়সবাল ও জস বাটলার শুরুটা দারুণভাবে করেন। খলিল আমেদের প্রথম ওভারেই পাঁচ পাঁচটি চার হাঁকান যশস্বী। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৬৮ রান তুলে ফেলে রাজস্থান। যশস্বীই বেশি আক্রমক ভঙ্গিমায় ব্যাট করছিলেন। মাত্র ২৫ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি।


দুই ওপেনারের দুরন্ত ব্যাটিংয়ে তরতরিয়ে এগিয়ে যাওয়া রাজস্থান ইনিংসে লাগাম লাগান মুকেশ কুমার। ৬০ রানে যশস্বীকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ৯৮ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। যশস্বী আউট হওয়ার পরেই নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচ প্রত্যাবর্তন ঘটায় দিল্লি। সঞ্জু স্যামসন (০), রিয়ান পরাগ (৭) বড় রান করতে ব্যর্থ হন। তবে যখনই মনে হচ্ছিল দিল্লি ম্যাচের রাশ সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে নেবে, তখনই আক্রমণ শুরু করেন বাটলার। 


বাটলার ঝড়


গত মরসুমে ওয়াংখেড়ে দিল্লির বিরুদ্ধে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ড তারকা বাটলার। এদিন আবারও নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন তিনি। তবে এবারও দিল্লির ত্রাতা হয়ে উঠেন মুকেশ। ৭৯ রানে বাটলরাকে বাংলার ফাস্ট বোলারই সাজঘরে ফেরত পাঠান। শিমরন হেটমায়ার অবশ্য ৩৯ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে দু'শোর গণ্ডি পার করতে পারেনি রাজস্থান। এদিন দুই উইকেট নেওয়া মুকেশই দিল্লির সফলতম বোলার। তিনি ছাড়া কুলদীপ যাদব ও রভম্যান পাওয়েল একটি করে উইকেট নেন। 


দিল্লি ২০০ রানের লক্ষ্য তাড়া করতে পারে কি না, সেটাই দেখার। এক্ষেত্রে কিন্তু দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের দিকে ভাল শুরুর জন্য তাকিয়ে থাকবে দিল্লি ম্যানেজমেন্ট।


আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না বেন স্টোকস?