আলিপুরদুয়ার: প্রকাশ্য সভা থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার ফলেই বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি (BJP) সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। বকেয়া টাকা আটকে রাখা থেকে কথায় কথায় সিবিআই-ইডি-র ব্যবহার নিয়ে প্রকাশ্যে সরব হলেন অভিষেক। জানালেন, তাঁদের ভদ্রতাকে দুর্বলতা ভাবছে কেন্দ্র। কিন্তু দিল্লি স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা আছে তৃণমূলের। বকেয়া টাকা ছিনিয়ে আনা হবে দিল্লি থেকে।
আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপি-কে নিশানা করেন অভিষেক
শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপি-কে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা বিজেপি-র। মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। তৃণমূলের কাছে হেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিজেপি-র। বাংলার মানুষকে ভাতে মারলে ছেড়ে কথা বলব না। দিল্লির বুকে আরও তীব্র আন্দোলন হবে।"
এ দিন অভিষেক জানান, আগে ১৭ লক্ষ পরিবার বলতেন তিনি। কিন্তু খোঁজ নিয়ে দেখেছেন প্রায় ২০ লক্ষ পরিবার কাজ করে বসে রয়েছে। এদের টাকা কেন্দ্র জোর জবরদস্তি আটকে রেখে দিয়েছে বলে অভিযোগ অভিষেকের। তিনি জানান, বাংলা জুড়ে ১ কোটি ৩৮ লক্ষ পরিবার ১০০ দিনের কাজে নাম নথিভুক্ত করেছে। সবমিলিয়ে আবেদনকারীর সংখ্য়াটা প্রায় ২ কোটি ৬২ লক্ষ। পয়লা বৈশাখের পরের দিন, ১৬ এপ্রিল থেকে এই সমস্ত বঞ্চিত মানুষের কাছে পৌঁছতে হবে বলে কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। সই সংগ্রহ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ১ কোটি চিঠি লেখার কথা বলেন তিনি। দিল্লিতে তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।
কথায় কথায় ইডি-সিবিআই দেখানো হয়, ইডি-সিবিআই দিয়ে সরকার চলছে বলেও এ দিন কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, "তৃণমূল চোরদের আগলে রাখে না। দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকান। বিরোধিতা করব না। কিন্তু বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বাংলা ধাক্কা খেয়েছে বলে বকেটে আটকে রেখেছে। রাস্তা থেকে পানীয় জল, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বাংলার উন্ননয়নে কী করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি দিয়ে বাংলার টাকা আটকে রেখেছেন। বিজেপি-কে এর জবাব দিতে হবে।"
বকেয়া নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নাম না করে এ দিন শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন অভিষেক। বলেন, "খাইয়ে, পরিয়ে, লালন করে যাকে বড় করলাম, সে আর মানুষ নয়। কালসাপ। সুযোগ পেয়ে আপনাকেই ছোবল মারছে। এদের যোগ্য দেবেন কিনা? এমন কোনও দল দেখেছেন, যে দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, বিরোধী দলনেতারা চিঠি লিখে কেন্দ্রকে বলছেন যে বাংলার মানুষের টাকা আটকে রাখুন। সারা ভারতে এমন নেতা খুঁজে পাবেন না। বাংলার বিরোধী দলনেতা রাজ্যের মানুষের অধিকারের টাকা বন্ধ করে দিতে বলছেন। মানুষের অধিকারের টাকা কখন বন্ধ করেন? যখন মানুষকে দুর্বল ভাবা হয়। আগামী দিনে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এক কোটি সই আমাকে দিন। দিল্লি থেকে বকেয়া টাকা ছিনিয়ে আনব আমি।"