শারজা: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি জানিয়েছেন, 'পিচ দেখে ভাল বলেই মনে হচ্ছে। আমরা রান তাড়া করতে চাই। আমরা দল নিয়ে আত্মবিশ্বাসী। তবে আমাদের ব্যাটিংয়ের শুরুটা ভাল করতে হবে। আমাদের দলে দু'টি পরিবর্তন হয়েছে। অঙ্কিত রাজপুত ও টম কারান খেলছে না। ওদের বদলে দলে এসেছে অ্যান্ড্রু টাই ও বরুণ অ্যারন।'
দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার জানিয়েছেন, 'শেষের দিকে বল ঘুরতে পারে। আমাদের দলে কোনও বদল হয়নি। দলের সবাই আত্মবিশ্বাসী। সবাই দলে নিজের জায়গা পাকা করতে চায়। আমার দল নিয়ে গর্বিত। দলের সবারই ম্যাচ জেতানোর ক্ষমতা আছে।'
দিল্লি ক্যাপিটালস দল- পৃথ্বী শ, শিখর ধবন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, মার্কাস স্টোইনিস, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, হর্ষল পটেল, কাগিসো রাবাডা ও অ্যানরিক নর্তিয়ে।
রাজস্থান রয়্যালস দল- যশস্বী জয়সোয়াল, জোশ বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মহীপাল লোমরর, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, অ্যান্ড্রু টাই, শ্রেয়স গোপাল, কার্তিক ত্যাগী ও বরুণ অ্যারন।
RR vs DC, Toss Update: টসে জিতে প্রথমে ফিল্ডিং রাজস্থানের, ব্যাটিং করছে দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2020 07:14 PM (IST)
আজকের ম্যাচ জিতলে মুম্বইকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে দিল্লি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -