RR vs LSG Live: দুরন্ত আবেশ, ১০ রানে রাজস্থানকে হারিয়ে দিল রাহুলের লখনউ
IPL 2023, RR vs LSG: এর আগে ২ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও লখনউ। দুবারই জয় ছিনিয়ে নিয়েছিল সঞ্জু স্যামসনের দল। বুধবার প্রথম জয় পেল লখনউ।
২০ ওভারে ১৪৪/৬ স্কোরে আটকে গেল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে হার মানতে হল সঞ্জু স্যামসনদের। মাত্র ১০ রানে ম্যাচ জিতে নিল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।
১৮ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১২৬/৪। ম্যাচ জিততে আর ১২ বলে ২৯ রান চাই রাজস্থানের।
১৮ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১২৬/৪। ম্যাচ জিততে আর ১২ বলে ২৯ রান চাই রাজস্থানের।
৩৫ বলে ৪৪ রান করে ফিরলেন যশস্বী জয়সবাল। ১১.৩ ওভারে রাজস্থান ৮৭/১।
রান তাড়া করতে নেমে সতর্ক শুরু রাজস্থানের। ৫ ওভারের শেষে স্কোর ৩৪/০।
৪২ বলে ৫১ রান করে সেরা ব্যাটার কাইল মেয়ার্স। ২৩ রানে ২ উইকেট আর অশ্বিনের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫৪/৭ স্কোরে আটকে গেল লখনউ সুপার জায়ান্টস।
১৮ ওভারের শেষে লখনউ ১২৯/৪। ক্রিজে মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরান।
পরপর দুই ধাক্কা লখনউ শিবিরে। জেসন হোল্ডারের বলে ফিরে গেলেন কে এল রাহুল (৩২ বলে ৩৯ রান)। ট্রেন্ট বোল্ট তুলে নিলেন আয়ূষ বাদোনিকে। ১২ ওভারের শেষে লখনউ ৮৬/২।
ভাল শুরু লখনউয়ের। ৭ ওভারের শেষে স্কোর ৪৩/০।
৩ ওভারের শেষে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১৪/০।
রাজস্থান দলে একটি পরিবর্তন। অ্যাডাম জাম্পার পরিবর্তে খেলানো হচ্ছে জেসন হোল্ডারকে।
প্রেক্ষাপট
জয়পুর: গত বছরই আইপিএলের দুনিয়ায় পদার্পন করেছিল লখনউ সুপারজায়ান্টস (LSG) ও গুজরাত টাইটান্স। দ্বিতীয় দলটি অভিষেকেই খেতাব জিতলেও লখনউয়ের আগের বারের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। এবার যদিও আইপিএলে শুরু থেকেই ভাল পারফর্ম করেছে কে এল রাহুলের নেতৃত্বাধীন দলটি। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৫ ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৪টি ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে, এক ঝলকে দেখে নেওয়া যাক -
মুখোমুখি মহারণ কে এগিয়ে?
এখনও পর্যন্ত মাত্র ২ বার মুখোমুখি হয়েছে রাজস্থান ও লখনউ। দুবারই জয় ছিনিয়ে নিয়েছে সঞ্জু স্যামসনের দল। লখনউয়ের বিরুদ্ধে সর্বােচ্চ ১৭৮ রান বোর্ডে তুলেছে রাজস্থান। অন্যদিকে লখনউ সর্বোচ্চ ১৬২ রান তুলেছিল এক ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে।
আইপিএলে আজ ফার্স্ট বয় ও সেকেণ্ড বয়ের লড়াই। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজস্থান রয়্য়ালস আজ তাঁদের ঘরের মাঠে নামতে চলেছে দ্বিতীয় স্থানে থাকা লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। লখনউ তার আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে গিয়েছিল। ৩ বল বাকি থাকতে ম্যাচ ২ উইকেটে জিতে গিয়েছিল শিখর ধবনের দল। অন্যদিকে রাজস্থান নিজেদের আগের ম্যাচে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।
জয়পুরে এই মুহূর্তে গরম বেশ ভালই। তার মধ্যেই ক্রিকেটের আসর বসেছে। রাজস্থান শিবিরের জন্য খুবই ভাল খবর যে তারা টানা জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে। অন্যদিকে লখনউ ফের জয়ের সরণিতে ফিরতে মরিয়া। রাজস্থানে ব্যাটিং লাইন আপের টপ অর্ডারই তাঁদের প্রধান শক্তি। বাটলার, জয়সওয়াল ও স্যামসন তিনজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে মিডল অর্ডার এখনও পর্যন্ত সেভাবে পরীক্ষিত হয়নি। বিশেষ করে মিডল অর্ডারের রিয়ান পরাগের ফর্ম চিন্তা কিছুটা রাখবে রাজস্থানকে। এখনও পর্যন্ত ২১ বছরের এই তরুণ যথাক্রমে রান করেছেন ৭,২০, ৭, ৫। এই ম্যাচেও পরাগকে খেলানো হয় কি না তা দেখার।
বাটলারের ফর্ম অবশ্য় জয়পুরের মাঠে দুর্দান্ত। এখনও পর্যন্ত সোয়াই মানসিং স্টেডিয়ামে ৫৪.২৫ গড়ে ব্য়াটিং করেছেন। স্ট্রাইক রেট ১৪৩। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৫।
লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলায়নি কুইন্টন ডি কককে। কাইল মায়ার্স দুর্দান্ত ফর্মে থাকায় প্রোটিয়া উইকেট কিপার ব্যাটারের একাদশে সুযোগ হয়নি একনও পর্যন্ত। আগের ম্যাচে যুধবীর সিংহ দারুণ অভিষেক করেছেন। এই ম্যাচেও হয়ত তিনি খেলবেন। তবে সোয়াই মানসিং স্টেডিয়ামের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে অমিত মিশ্রাকে খেলাতে চাইবে লখনউ টিম ম্য়ানেজমেন্ট। এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেলেছে ২ দল। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান শিবির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -